Header Ads

বিসিএস পররাষ্ট্র ক্যাডারদের ভাইভা প্রস্তুতির জন্য খুঁটিনাটি/The details of BCS foreign cadres' for viva preparation

 
The details of BCS foreign cadres' viva preparation

 বিসিএস পররাষ্ট্র  ক্যাডারদের ভাইভা প্রস্তুতির জন্য খুঁটিনাটি/The details of BCS foreign cadres' for viva preparation

 ভাইভাকে বলা হয় অনেকটাই ভাগ্যের খেলা।তবে সঠিক প্রস্তুতির মাধ্যমে এই ভাগ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি এখানে আমার প্রস্তুতি অভিজ্ঞতার আলোকে কিছু সাজেশন দিচ্ছি।

 

যে কোনো প্রকাশনীর গাইড কিনে পড়া শুরু করে দিবেন।আমি Oracle আর Assurance Viva গাইড ২টা মিলিয়ে পড়েছিলাম। আপনারা নিজের পছন্দমতো বই কিনে নিবেন।তাছাড়া কূটনীতিকোষ বইটাও চাইলে পড়তে পারেন।

 

কি কি পড়ব? কিভাবে পড়ব?

ভাইভায় পড়ার এবং জানার কোনো শেষ নেই। তাই চেষ্টা করতে হবে যা- পড়বেন সেটা বুঝে পড়তে, Key Points গুলা নোট করে রাখতে পারেন।

 
প্রথমেই ৩টা আলাদা খাতা বানাবেন- আন্তর্জাতিক, জাতীয় নিজের সম্পর্কে শুধু কি পয়েন্টগুলো নোট করার জন্য।

 
ডিপ্লোমেটিক টার্মস ডেফিনিশনগুলা সব মুখস্থ না করে বুঝে পড়তে হবে (বাংলা এবং ইংরেজি দুইভাবেই)

 
Warrant of Precedence,Vienna Convention on Diplomatic & Consular Relation ভালভাবে জানতে হবে।Geneva Convention পড়া লাগবে।

 
Organisations গুলো খুব ভালভাবে পড়তে হবে।গুরুত্বপূর্ণ গুলোর বিস্তারিত হেড এর নাম জানা লাগবে।

 
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। এগুলো খাতায় নোট করে রাখতে পারলে ভাল। বাংলাদেশের উপর এর প্রভাব সম্পর্কে জানবেন।

 
Treaty,Agreements,Doctrine,Theory এগুলো ভাল করে পড়তে হবে।

 
War,Revolution এর সাল,কারণ,প্রভাব পড়তে হবে।

 
SDG, Vision-2021 সম্পর্কে বিস্তারিত,সিরিয়ালি পয়েন্টগুলো মনে রাখতে হবে।

 
আলোচিত দেশগুলোর পুরো নাম,প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিছু ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর নাম জানা থাকতে হবে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এর নাম জানা থাকলে ভাল।

 
সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ পুরষ্কার দেয়া হলে পুরষ্কারজয়ী ব্যক্তিদের নাম জানতে হবে।

 
জাতীয় আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানা লাগবে।

 
সরকারের উন্নয়ন কর্মসূচি,মেগা প্রজেক্ট, বাজেট,সমীক্ষা, মুজিব বর্ষ ইত্যাদি পড়া লাগবে।

 
নারী রাষ্ট্রদূতদের নাম,মন্ত্রিসভায় নারী, নারীর ক্ষমতায়ন ইত্যাদি জানা লাগবে।

 
পরীক্ষার ২মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ, কোনো গুরুত্বপূর্ণ চুক্তি,সম্মেলন হলে সেটা সম্পর্কে জানবেন।

 

মানচিত্র :
বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। বিভিন্ন দেশের অবস্থান, রাজধানী, গুরুত্বপূর্ণ নদী, খাল,প্রণালী কম সময়ে যেন পয়েন্ট করতে পারা যায় সেভাবে জানতে হবে।

 

প্রতিদিন বাংলা এবং ইংরেজি পেপার পড়ার অভ্যাস করতে হবে।

 

এগুলো ছাড়াও ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধানসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আর লিখলাম না।ওগুলো সবারই পড়তে হবে।

 

পড়ালেখার বাইরেও বিভিন্ন সাহিত্যের বই পড়ার অভ্যাস থাকলে ভাল।মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বিষয়ক /৩টা বই পড়বেন এবং সিনেমা দেখে নিবেন।

 

 অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন বইগুলো পড়া থাকা উচিত। এগুলো না পড়া থাকলে স্যাররা অসন্তুষ্ট হন। ইউটিউব থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকারগুলো দেখতে পারলে ভাল।

 

কিছু গুরুত্বপূর্ণ স্থান ভাইভার আগে অবশ্যই পরিদর্শন করে নিবেন- মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ইত্যাদি।

 

ইংরেজিতে সহজভাবে কথা বলার প্রাকটিস করবেন।

 

আসলে ভাইভা সম্পর্কে নিশ্চিতভাবে কোনো প্রস্তুতির কথাই বলা যায় না। আমার মনে হয়েছে ভাইভা মূলত নির্ভর করে প্রার্থীর ব্যক্তিত্ব,বাচনভঙ্গি,উপস্থিত বুদ্ধি, সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা, আত্মবিশ্বাস,ব্যবহার ইত্যাদির উপর।

 জানি না আমি আসলে এসব ব্যাপারে কথা বলার মত যোগ্য হয়েছি কি না। অনেকেই অনুরোধ করেছিলেন, তাই লিখলাম। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন।
সবার জন্য শুভকামনা রইলো।


পরামর্শদাতাঃ

রাবিতা বিনতে হান্নান
সহকারী সার্জন,
৩৯তম বিসিএস(স্বাস্থ্য)
সহকারী সচিব (সুপারিশপ্রাপ্ত)
৩৮তম বিসিএস (পররাষ্ট্র)
মেধাক্রমঃ ১৭

Please share this post………….

 

No comments