Header Ads

(পর্বঃ-০২) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-02) Important rules for learning pronunciation to speak English fluently

(Part-02) Important rules for learning pronunciation to speak English fluently
(পর্বঃ-০২) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ  নিয়ম /(Part-02) Important rules for learning pronunciation to speak English fluently

Rule-11

Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণএর মত হয়।

উদাহরণ:
Null (নাল) – বাতিল
But (বাট) – কিন্তু।
Nut (নাট) – বাদাম
Cut (কাট) – কাটা।

Rule-12

I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণআইহবে।

উদাহরণ:
Night (নাইট) – রাত্র।
Sight (সাইট) – দৃশ্য।
Might (মাইট) – হতে পারে।

Rule-13

“I O” এর উচ্চারণ সাধারণতআইয়হয়।

উদাহরণ:
Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।

Rule-14

Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময়এইবাএয়্যাহয়।

উদাহরণ:
Rail (রেইল) – রেলের লাইন।
Nail (নেইল) – পেরেক
Straight (স্ট্রেইট) – সোজা।

Rule-15

O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণইউএর মত হয়।

উদাহরণ:
Document (ডকিউমেন্ট) – দলিল।
Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।

Rule-16

I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণআয়্যাহয়।

উদাহরণ:
Dire (ডায়্যার) – ভয়ংকর।
Mire (মায়্যার) – কাদা।
Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।

Rule-17

U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণএর মত হয়।

উদাহরণ:
Guilty (গিল্টি) – দোষী।
Guilt (গিল্ট) – দোষ।
Build (বিল্ড) – নির্মাণ করা।

Rule-18

E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণঈঅ্যাহবে।

Dear (ডিয়্যার) – প্রিয়।
Fear (ফিয়্যার) – ভয়।
Bear (বিয়্যার) – বহন করা।

Rule-19

EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণঅ্যাহবে।

উদাহরণ:
Heart (হার্ট) – হৃদয়।
Earth (আর্থ) – পৃথিবী।
Earn (আর্ন) – আয় করা।

Rule-20

Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ হবে।

Feather (ফেদার) – পালক।
Tread (ট্রেড) – পদদলিত করা।
Leader (লিডার) –
সর্দার।

Please share this post………….  collected

No comments