Header Ads

(পর্বঃ-০৩) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-03) Important rules for learning pronunciation to speak English fluently

(Part-03) Important rules for learning pronunciation to speak English fluently
(পর্বঃ-০৩) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ  নিয়ম /(Part-03) Important rules for learning pronunciation to speak English fluently

Rule-21

শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণইঅ্যাহবে।

উদাহরণ:
Peer (পিয়্যার) – সমকক্ষ।
Steer (স্টিয়্যার) – হাল ধরা।
Deer (ডিয়্যার) – হরিণ।

Rule-22

P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।

উদাহরণ:
Psyche (সাইকি) – আত্মা
Psycho (সাইকো) – মন।
Psora (সৌরা) – খোসপাচঁড়া।

Rule-23

শব্দস্থিত STL এর উচ্চারণ হয়সল্এখানে T অনুচ্চারিত থাকে।

উদাহরণ:
Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
Rustle (রাসল) – খসখস শব্দ।
Nestle (নেসলে) – বাসা বাঁধা

Rule-24

ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয়

উদাহরণ:
Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।

Rule-25

শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবেঅ্য

উদাহরণ:
Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
Boar (বোর) – শূকর।
Boat (বোট) – নৌকা।
Road (রোড) – রাস্তা।

Rule-26

E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয়এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।

উদাহরণ:
Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।

Rule-27

শব্দস্থিত OE এর উচ্চারণ হয়
উদাহরণ
Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।

Rule-28

Consonant এরপর OI এর উচ্চারণ হয়অই

উদাহরণ:
Coin (কইন) – মুদ্রা।
Foil (ফইল) – পাত।
Join (জইন) – যোগদান করা।

Rule-29

শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয়

উদাহরণ:
Road (রৌড) – রাস্তা।
Loan (লৌন) – ঋণ।
Toad (টৌড) – ব্যাঙ।

Rule-30

UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজিআইএর মত।

উদাহরণ:
Guide (গাইড) – পথ প্রদর্শক।
Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
Misguidance (মিসগাইড্যান্স) –
বিপথগামীতা।

Please Share this post………….  collected


1 comment