(পর্বঃ-০৪) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-04) Important rules for learning pronunciation to speak English fluently
(পর্বঃ-০৪) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-04) Important rules for learning pronunciation to speak English fluently
➤Rule-31
⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent
(রেন্ট) – ভাড়া।
☞Comet
(কমিট) – ধূমকেতু।
☞Comment
(কমেন্ট) – মন্তব্য।
➤Rule-32
⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need
(নীড) – প্রয়োজন।
☞Feel
(ফীল) – অনুভব করা।
☞Steel
(স্টীল) – ইস্পাত।
☞Meek
(মীক) – বিনম্র
➤Rule-33
⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach
(অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch
(ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch
(ক্র্যাঞ্চ) – গুড়ানো।
➤Rule- 34
⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center
(সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone
(সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell
(সেল) – কোষ।
☞Circle
(সার্কেল) – বৃত্ত।
➤Rule- 35
⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly
(ফ্লাই) – উড়া।
☞Shy
(শাই) – লজ্জা।
☞Buy
(বাই) – ক্রয় করা।
☞Toy
(টই) – খেলনা।
☞Joy
(জয়) – আনন্দ।
⇨Two-syllable
এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত
হয়।
উদাহরণ
☞City
(সিটি) – শহর।
☞Funny
(ফানি) – আনন্দ করা।
☞Happy
(হ্যাপি) – খুশি।
☞Policy
(পলিসি) – নীতিমালা।
➤Rule-36
⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn
(সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn
(কনডেম) – দোষারোপ করা।
☞Damn
(ড্যাম) – অভিশাপ দেয়া ।
➤Rule-37
⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough
(টাফ) – কঠিন।
☞Enough
(ইনাফ) – যথেষ্ট।
☞Mighty
(মাইটি) – বলশালী।
☞High
(হাই) – উচ্চ।
➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night
(নাইট) – রাত্র।
☞Dight
(ডাইট) – সাজানো।
☞Fight
(ফাইট) – লড়াই।
☞Tight
(টাইট) – টানটান।
➤Rule-39
⇨Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Doubt
(ডাউট) – সন্দেহ।
☞Debt
(ডেট) – ঋণ।
☞Doubtful
(ডাউটফুল) – সন্দিহান।
➤Rule-40
⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque
(চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque
(ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique
(ক্লীক) – ক্ষুদ্রদল।
Please
Share this post…………. collected
Post a Comment