Header Ads

(পর্বঃ-০৫) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-05) Important rules for learning pronunciation to speak English fluently

(Part-05) Important rules for learning pronunciation to speak English fluently
(
পর্বঃ-০৫) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ  নিয়ম
/(Part-05) Important rules for learning pronunciation to speak English fluently

Rule-41

LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবেএবং “L” অনুচ্চারিত থাকে।

উদাহরণ:
Talk (টক) – আলাপ।
Walk (ওয়াক) – হাটা।
Chalk (চক) – খড়ি।

Rule-42

KN বা GN এর আগে vowel থাকলে K G উচ্চারিত হয়।

উদাহরণ:
Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।

Rule- 43

কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে

উদাহরণ:
Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।

Rule- 44

কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণতইউহয়।

উদাহরণ:
Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
Tube (টিউব) – নল।
Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।

Rule- 45

কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণতহয়।

উদাহরণ:
Blue (ব্লু) – নীল।
Glue (গ্লু) – শিরিসের আঠা।
True (ট্রু) – সত্য।

Rule- 46

কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণতইউএর মত হয়।

উদাহরণ:
Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
Hue (হিউ) – রং।
Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।

Rule-47

কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণতহয়।

উদাহরণ:
Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।

Rule- 48

U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা”- এর মত হয়।

উদাহরণ:
Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
Number (নাম্বার) – সংখ্যা।
Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।

Rule- 49

LM এর আগে কোন vowel অর্থাৎ”, “বাধ্বনি থাকলে L উচ্চারিত হয়।

উদাহরণ:
Film (ফিল্ম) – চলচ্চিত্র।
Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।

Rule- 50

UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণইউইবাউইহয়।

উদাহরণ:
Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা।

Please share this post………….  collected


No comments