Header Ads

(পর্বঃ-০৩) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে ও জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-03) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

(Part-03) Speak English fluently in just a few Structures learn and know, which is very important
Speaking English- geniusmanik.com

(
পর্বঃ-০৩) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-03) S
peak English fluently in just a few Structures learn and know, which is very important

 

এগুলো একসাথে মুখস্থ করার চেষ্টা করুন। আশা করি উপকৃত হবেন।

 

RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে

How else shall I love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
How else shall I tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
How else shall I make you understand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
How else shall I miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?

RULE:24
could এর ব্যবহার।

আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.

সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?

Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?

Could you come to my home?
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?

Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?

RULE:25
That’s why- কারণেই

That’s why you need to do the job. - কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন।
That’s why he has gone to the market. - কারণেই সে বাজারে গিয়েছে।
That’s why people admire you. - কারণেই লোকজন আপনাকে সম্মান করে।
That’s why I always try to help others. - কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
That’s why you fail to understand. - কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
That’s why she smiles after seeing you. - কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
That’s why you need to secure your home. - কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
That’s why you’ve got the promotion. - কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।

RULE:26
Nothing makes sense
( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)

Nothing makes sense without you.
তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।

RULE:27
Structure : It is high time + subject + verb এর past from + extension.

এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।
It is high time I spoke English.
এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learned English.
এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.
এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.
এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me.
এখনই তোমার ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy.
এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময়
It is high time we helped the poor.

RULE:28
কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.

সে ইংরেজিতে পারদর্শী।
He is good at English.
এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.
সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.
তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls.
ছেলেটি ছবি আঁকায় পারদর্শী
The boy is good at drawing.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.

RULE:29
Like এর ব্যবহার

I like.
আমি পছন্দ করি.
I like her.
আমি তাকে পছন্দ করি.
I like you.
আমি তোমাকে পছন্দ করি.
I like to read a book.
আমি বই পড়তে পছন্দ করি.
I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি
I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.
I like an honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.

RULE:30
I don’t know how to+ verb এর ব্যাবহার।

I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream.
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.

RULE:31
If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।

If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।
If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।
If I were you, I would answer the question."
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।
If I were you, I would help the poor.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।
If I were you, I would travel to Switzerland.
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যা- ভ্রমন করতাম
If I were you, I would make my parents happy.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।
If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।
If I were you, I wouldn’t go there.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।
If I were you, I would fight for my country.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।

RULE:32
There's no need to ...........
............. কোন দরকার নেই।

চিন্তিত হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be worried.

হতাস হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be upset.

ফিরে যাওয়ার কোন দরকার নেই।
= There's no need to go back.

তাকে ডাকার কোন দরকার নেই।
= There's no need to call him.

মিথ্যা বলার কোন দরকার নেই।
= There's no need to tell lies.

Please share this post………… collected

 


No comments