(পর্বঃ-০৪) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে ও জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-04) Speak English fluently in just a few Structures learn and know, which is very important
(পর্বঃ-০৪) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures
শেখে ও জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-04) Speak English fluently in just a few
Structures learn and know, which is very important
★RULE:33
I feel like + verb + ing (আমার
ইচ্ছে হচ্ছে)
I feel like eating ( আমার
খেতে ইচ্ছে করছে)
I feel like sleeping( আমার
ঘুমাতে ইচ্ছে করছে)
I feel like reading ( আমার
পড়তে ইচ্ছে করছে)
I feel like gossiping ( আমার
আড্ডা দিতে ইচ্ছে করছে)
I feel like travelling ( আমার
ঘুরতে ইচ্ছে করছে)
I feel like playing ( আমার
খেলতে ইচ্ছে করছে)
I feel like dancing( আমার
নাচতে ইচ্ছে করছে)
l feel like writing ( আমার
লিখতে ইচ্ছে করছে)
RULE: 34
It is time to + verb(এখন
সময়)
এখন শিখার সময়
It's time to learn
এখন যাওয়ার সময়
It's time to go
এখন বাড়িতে থাকার সময়
It's time to stay at home
★RULE:35
I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
✪
আমি যেতে চাই - I would like to go.
✪
আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet
him.
✪
আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to
thank you.
✪
আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪
আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to
explain myself.
✪
আমি একজন শিক্ষক হতে চাই - I would like to
become a teacher.
✪
আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see
you more often.
✪
আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet
the manager.
✪
আমি অনুশীলন করতে চাই - I would like to
practice.
✪
আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to
compete in a cooking contest.
✪
আমি একজন ডাক্তার হতে চাই I would like to become
a Doctor.
✪
আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.
★RULE:36
Use of "Having"
ভাত খাওয়ার পর আমি কলেজে
যাব।
Having eaten rice, I'll go to College.
গোসল করার পর আমি বিছানায়
যাব।
Having taken shower, I will go to my bed.
আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট
খেলব।
Having Finished our work, we will play cricket.
পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো।
Having completed my study, I'll try for job.
বাজারে যাওয়ার পর আমি কিছু
বই কিনব।
Having gone to market, I'll buy some books.
★RULE:37
✪
There is/are - আছে
There is a mosque in this village- এই
গ্রামে একটি মসজিদ আছে।
There are deer in this jungle- এই
বনে হরিণ আছে।
✪
There was/were - ছিলো
There was a pen on table - টেবিলের
উপর একটা কলম ছিলো
✪
There will be - হবে
✪
There will have - থাকবে
✪
There can be - থাকতে
পারে
There can be a mistake here- এখানে
একটি ভুল থাকতে পারে
✪
There could be - থাকতে
পারতো
✪
There may be - হতে পারে
There may be a crocodile in this river- এই
নদীতে কুমির থাকতে পারে।
✪
There must be - নিশ্চয়ই
হবে
✪
There may not be - থাকতে
নাও পারে
There may not be people on the street-
রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।
✪
There must have been - নিশ্চয়ই
ছিলো
There must have been an umbrella inside my bag- আমার
ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো
✪
There should be - থাকা
উচিত
There should be a school in this village- এই
গ্রামে একটি স্কুল থাকা উচিত
✪
There should not be - থাকা
উচিত না
There should not be any mistakes in the letter- পত্রটিতে
কোন ভুল থাকা উচিত না।
✪
There should have been - থাকা
উচিত ছিলো
There should have been a mosque in this village -এই
গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।
✪ There could have been - থাকতে পারবে।
✪
There seems to be - আছে
বলে মনে হয়।
There seems to be snakes in the river- এই
নদীতে সাপ আছে বলে মনে হয়
★RULE:38
I know=আমি জানি
who are you=তুমি কে?
I know who you are=আমি
জানি তুমি কে
I know what's happening in you mind=তোমার
মনে কি ঘটতেছে আমি
তা জানি।
I know how he has been successful in his life=আমি
জানি সে কিভাবে সে
তার জীবনে সফল হয়েছে।
I know how beautiful place the sajek valley is!= আমি
জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!
★RULE:39
Now we will talk about time.
How to say the time. let's get started..
(বাকি থাকলে to হবে আর বেজে গেলে
past হবে)
এখন পাঁচটা বাজে=It is five o'clock.
এখন সাড়ে পাঁচটা=It is half fast
five.
এখন সোয়া পাঁচটা=It is quarter past
five.
এখন পোনে পাঁচটা=It is quarter to
five.
এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to
four.
এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes
past four.
এখন প্রায় নয়টা বাজে=It is about nine
o'clock.
★RULE:40
How could you + verb…?
How could you pass the exam? (তুমি
কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)
How could you give up smoking? (তুমি
কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
How could you win the game?(তুমি
কিভাবে খেলায় জিতেছিলে?)
★RULE:41
Uses of that's why
That's what I'm saying.
👉এটাই আমি বলছি।
That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
👉এটাই আমাদের দরকার।
That's what we need.
👉এটাই আমি চাচ্ছিলাম।
That's what I want.
That's what I thought.
👉আমি এটাই ভেবেছিলাম।
👉আমি এটাই বলছিলাম।
That's what I was saying.
👉সে আমাকে এটাই
বলেছিল।
That's what he told me.
👉এটাই আমাকে পাগল করে তোলে।
That's what make me crazy.
👉এটাই আমি জানতে চাই।
That's what I would like to know.
👉এটাই আমি দেখতে পছন্দ করি।
That's what I like to see.
👉একারণেই আমার দেরি হয়েছে
That’s why I was late.
👉এ কারণেই তিনি
এতটা সফল।
That's why he is so successful.
👉একারণেই সে হতাশ।
Thats why she is disappointed.
👉একারণেই সে সব সময়
কান্না করে।
That's why She's crying all the time.
★RULE:42
ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday
greetings)
🌸 Happy
birthday to you. (তোমাকে
শুভ জন্মদিন)
🌸 Many
many happy returns of this day. (এই
দিন বার বার ফিরে আসুক)
🌸 Have a
lovely birthday! (তোমার
জন্মদিনটি আনন্দদায়ক হোক)
🌸 May
Allah give peace & happiness of this day. (আল্লাহ্
এই দিনে শান্তি ও সুখ দান
করুন।)
🌸 Wishing
you a happy and cheerful birthday. (আপনাকে
সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।)
🌸 May
your day be filled with great moments. (আপনার
দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।)
🌸 Wishing
you many years of joy and love. (তোমার
জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
🌸 You
deserve all the happiness. (সকল
সুখ আপনার প্রাপ্য।)
🌸 I wish
you have a wonderful time
on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
🌸 I hope
this birthday brings you many facilities. (আমি
আশা করি এই জন্মদিন আপনাকে
অনেক সুজোগ এনে দেবে।)
★RULE:43
Dare এর ব্যবহার;
How dare you?
তুমার সাহস কত?
How dare you say so?
তুমি কোন সাহসে বল?
How dare you do this?
তুমি কোন সাহসে এটা করলে?
How dare you go outside?
তুমি কোন সাহসে বাহিরে গেলে?
কোন কিছুতে বা কোন কিছু
করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়।
Structure : Subject +person অনুযায়ী
am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.
Please share
this post…………
collected
Post a Comment