Header Ads

(পর্বঃ-০৫) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে ও জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-05) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

 

(Part-05) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

(পর্বঃ-০৫) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-05) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

 

এগুলো একসাথে মুখস্থ করার চেষ্টা করুন। আশা করি উপকৃত হবেন।

RULE:44
Used to এর ব্যবহার

লোকটি চায়ে অভ্যস্ত।
The man is used to tea.
আমি শহর জীবনে অভ্যস্ত
I am used to city life.
আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
I am used to speaking in English.
আমি চা খেতে অভ্যস্ত।
I am used to taking tea.
সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
He was used to riding motorcycles.
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
I was used to talking about life.
লোকটি ধুমপানে অভ্যস্ত।
The man is used to smoking.
সে সকালে হাঁটতে অভ্যস্ত।
She is used to walking in the morning.
তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
They are used to playing football .
আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
I am not used to talking to you.
ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
You should be used to learning English.
আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
My friend is used to reading newspapers.
আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
I am used to loving my life.

RULE:45
I am being able- আমি পারছি

আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
I am being able to speak English.
সে মোটরসাইকেল চালাতে পারছে।
He is being able to ride a motorcycle.
পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
The boy with broken leg is being able to run.
আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
I am being able to write paragraphs in English.
তারা ফুটবল খেলতে পারছে।
They are being able to play football.
আমি অংকটি করতে পারছি।
I am being able to do the sum.

RULE:46
Get down to--দেরি না করে শুরু কর।

দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
Get down to learn English.

দেরি না করে খাওয়া শুরু কর।
Get down to eat.

দেরি না লিখা শুরু কর।
Get down to write.

দেরি না করে লিখা আরম্ভ কর।
Get down to write.

দেরি না করে গান করা আরম্ভ কর।
Get down to sing.

RULE:47
ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….

Good job – সাবাশ!
Keep going - চলতে থাকো
Don’t be afraid - ভয় পেয়ো না
Never Give up - হাল ছেড়ো না
That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা
There is nothing to fear - ভয়ের কোন কারন নেই
I’m so proud of you - আমি তোমার জন্য গর্বিত
Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ
Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
Don’t get nervous - ঘাবড়াবে না
Stay strong - শক্ত হও
I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
Rest assured - নিশ্চিন্তে থাকুন
Don’t hesitate - সংকোচ করবে না
Do your best - সাধ্যমতো চেষ্টা করো
Don’t worry - চিন্তা করো না
It doesn’t matter - এটা কোন ব্যাপার না
That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে
Come on, you can do it - শোন, তুমি এটা করতে পারবে
যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
If you have the patience, so you will be succeed.

RULE:48
কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে।

আমি ইংরেজি শিখতে বাধ্য।
I am compelled to learn English.
সে সেখানে যেতে বাধ্য ছিল।
He was compelled to go there.
সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
He has been compelled to read the book.
সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে
He has been compelled to learn English to pass the exam.
তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
You will be compelled to talk to me.
সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
He has been compelled to wark hard for life.
তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
You should be compelled to work hard to learn English.

RULE:49
There's nothing(মত...কিছুই নেই)

1. There's nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।

2. There's nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।

3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।

4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।

5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।

RULE:50
How about + verb(ing) + extension-কেমন হয়।

How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?

How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?

How about going home?
বাড়ি গেলে কেমন হয়?

How about learning english?
ইংরেজি শিখলে কেমন হয়?

RULE:51
বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep.
.........

RULE:52
বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird.
.............

RULE:53
বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
......................

RULE:54
কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে Feel like+ V+ing

আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea.
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading.
......................

Please share this post………… collected

No comments