Header Ads

(পর্বঃ-০৬) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে ও জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-06) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

(Part-06) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

(পর্বঃ-০৬) ইংরেজিতে অনর্গল কথা বলুন মাত্র কয়েকটি Structures শেখে জেনে যা খুবই গুরুত্বপূর্ণ/(Part-06) Speak English fluently in just a few Structures learn and know, which is very important

 

এগুলো একসাথে মুখস্থ করার চেষ্টা করুন। আশা করি উপকৃত হবেন।

 

RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।

যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went.

জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation.

RULE:56
প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি - I am looking forward to meeting you.
.
আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
........

RULE :57
কিছু করতে গিয়ে করতে পারেনি এমন বুঝাতে,,,
sub+ couldn't about to + verb 1 + obj.

I couldn't about to tell you.
আমি তোমাকে বলতে গিয়ে বলতে পারিনি।
I couldn't about to forget you.
আমি তোমাকে ভুলতে গিয়ে ভুলতে পারিনি।
I couldn't about to tell the truth.
আমি সত্যটা বলতে গিয়ে বলতে পারিনি।
He couldn't about to come.
সে আসতে চেয়েও আসতে পারেনি।

RULE:58
I know +how to +v1

1. I know how to swim.
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
2. I know how to cook.
= আমি জানি কিভাবে রান্না করতে হয়।
3. I know how to speak English.
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।

RULE:59
Do you know how to(তুমি কি জানো কিভাবে......?)

1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
5. Do you know how to play football?
তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?

RULE:60
Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।

আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun learning English.

আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.

আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
We are having a lot of fun gossiping.

আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun reading this book.

তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.

RULE:61
Yet to -- এখনো করা হয়নি।

আমি এখনো তাকে প্রপোজ করিনি।
I am yet to propose to her.

আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
I am yet to go to the market.

ইউসুফ এখনো আসেনি।
Yousuf is yet to come.

তারা এখনো শুরু করেনি।
They are yet to start.

আমরা এখনো চাঁদপুরে যাইনি।
We are yet to go to Chandpur.

RULE:62
Did দিয়ে বাক্য তৈরি

তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English?

গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
Did you practice English yesterday?

তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College?

তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night?

তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
Did Tuhin come to Madrasah?

নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
Did Nusrat help the poor?

RULE:63
Cannot + resist + ing = আমি আর পারছি না।

ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English.

তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.

আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.

ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
I cannot resist turning on the fan.

ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.

স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.

RULE:64
It is no use+ ing( আসলে কোন লাভ নেই)

সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
It is no use in wasting time.

এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
It’s no use sleeping now.

বইটা কিনে আসলে কোন লাভ নেই।
It is no use buying the book.

মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
It is no use misbehaving with people.

নামায ছাড়িয়া আসলে লাভ নেই
It is no good relinquishing prayer.

RULE: 65
Likely to= সম্ভাবনা আছে

আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.

তুমি আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.

তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.

এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.

সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.

RULE:66

Fond of= পছন্দ করি।
আমি ভ্রমণ করতে পছন্দ করি।
I am fond of traveling.

আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.

আমি মাছ ধরতে পছন্দ করি।
I am fond of catching fish.

সে পত্রিকা পড়তে পছন্দ করে।
She is fond of reading newspapers.

তারা ঘুরতে পছন্দ করে।
They are fond of roaming around.

রিমি গল্প বলতে পছন্দ করে।
Rimi is fond of telling stories.

 

Please share this post………… collected 

No comments