111বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
111বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
বোর্ডঃ কামাল উদ্দিন আহমেদ স্যার
সিরিয়ালঃ৫/১২
সালাম দিয়ে প্রবেশের পর বসতে বললেন
চেয়ারম্যান স্যারঃ জাকির হোসেন?
-জি স্যার
স্যারঃকোন বিষয়ে পড়াশোনা করেছেন?
-পদার্থবিজ্ঞানে স্যার
কোন বিশ্ববিদ্যালয়?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার
স্যারঃ আজ দেখি সব জাহাঙ্গীরনগরের(আমিসহ চারজন ছিলাম)
প্রথম পছন্দ?
- প্রশাসন
২য়?
-পুলিশ
৩য়?
-কর
Gravity সিনেমা দেখেছেন?
-না স্যার (সেই প্রথম বর্ষে দেখেছিলাম, তেমন কিছুই মনে নেই। দেখেছি বললে থিম বুঝাতে বললে তো বিপদে পড়তাম তাই পাশ কাটিয়েছি )
স্যার নাস্তা খাওয়ায় ব্যস্ত হলেন এক্সটারনাল ম্যামের কাছে ছেড়ে দিয়ে
ম্যামঃ প্রথম পছন্দ প্রশাসন তো যাই হোক সব জানতে হবে।
ইউরোপে দুইটা মুসলিম সম্প্রদায় প্রায় ৬০০ বছর ইউরোপ শাসন করেছেন,কারা?
-সরি স্যার।জানা নেই
ম্যামঃ ওকে।
What's your favourite hobby?
-Watching sports on tv😋
ম্যামঃবই পড় না?
-জি পড়ি
ম্যামঃকি বই পড়?
-কিছু উপন্যাস পড়া হয়েছে।
ম্যামঃএকটার নাম বলো
-পুতুল নাচের ইতিকথা
ম্যামঃবাহ ভালো বই
ইংরেজি সাহিত্যের কোনো উপন্যাস পড়েছো?
-অনুবাদ পড়া হয়েছে
নাম?
জর্জ অরওয়েলের এনিমেল ফার্ম।
-মুক্তিযুদ্ধ বিষয়ক বিদেশি লেখকের কোনো বই পড়েছেন?
এন্তনি মাসকারেনহাসের দুইটা বই পড়া হয়েছে।
ম্যাম আর কোনো প্রশ্ন না করে আমার পিছনে থাকা টিভিতে মনোযোগ দিলেন
চেয়ারম্যান স্যারঃ Hemlet থেকে একটা কোটেশন ধরে এটা কার লেখা?(ইংলিশে)
-শেক্সপিয়ারের
কোন নাটকের?
কে কাকে উদ্দেশ্য করে বলেছে?
পড়েছেন নাটকটা?
-জি না স্যার।
২য় এক্সটার্নালঃ E=mc^2 সূত্র ব্যবহার করে কিভাবে,কি পরিমাণ শক্তি পাওয়া যায় বুঝিয়ে দেন।
আমরা আপনাকে প্রশাসনে কেনো নিব?
প্রশাসনের সর্বোচ্চ পদ কি?
তার কাজ কি?
বঙ্গভঙ্গ ও তা রদের কারণ?
৪৭' এর দেশভাগ কিসের ভিত্তিতে হয়,মূলকথাটা বলেন।
Crpc আর magistracy নিয়ে দুইটা প্রশ্ন করেছিলেন (কি প্রশ্ন ছিল ভুলে গেছি)
চেয়ারম্যান স্যারঃ ডিজিটাল সাইন কি?
গুছাতে পারছিলাম না,আমতা আমতা করা হয়ে গেছে(সরি বলা উচিত ছিল)
অনুবাদ করেনঃ যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি😑
কাগজ এগিয়ে দিয়ে লিখতে বলেছিলেন।
NOC দেখতে দেখতে কোথায় চাকুরি করেন?
-বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে অফিসার হিসেবে
আর কোনো ব্যাংকে চেষ্টা করেছেন?
-স্যার সমন্বিত ৮ ব্যাংকের নিয়োগে জনতা ব্যাংকে সুপারিশপ্রাপ্ত।
পাশ তো করেছেন মনে হচ্ছে সম্প্রতি এর মধ্যেই?
-স্যার আমার স্নাতকের সেশন ২০১১-১২।
আচ্ছা ঠিক আছে আপনি আসুন
ফলাফলঃ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ৩য়
মোঃ জাকির হোসেন
পদার্থবিজ্ঞান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Please share this post…………. collected
Post a Comment