222বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
222বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বোর্ড- শাহজাহান আলী
মোল্লা স্যার
চয়েজঃ
এডমিন,পুলিশ,অডিট.....
ভাইবাঃ
০৫
ডিসেম্বর
সময়ঃ১৫
মিনিট
চেয়ারম্যান স্যারঃ
শুরুতেই নিজের
সম্পর্কে বলতে
বললো।
-- স্যার
বাংলায়
বলাতে
আমি
বাংলায়
ই
উত্তর
করি।
চেয়ারম্যান স্যার
: ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু
নিজের
ক্যাডার দিয়েছেন ৫
নং
এ।
শুরুতেই প্রশাসন। কেনো
প্রশাসন এইটা
এই
স্যার
কে
বুজিয়ে
বলুন(এক্সটার্নাল এর দিকে দেখিয়ে)।
-- এবার আমি বাংলায় শুরু করার পর স্যার থামিয়ে দিয়ে বললেন,ইংরেজিতে বলুন।আপনার ইংরেজি টাও আমাদের দেখা দরকার।
এক্সটার্নাল ১
: বাংলাদেশের বাজেটের আকার
বলুন।
: বৈদেশিক উতস
থেকে
কতটুকু
আসবে।
: রেমিট্যান্স এবং
এক্সপোর্ট নিয়ে
একটা
প্রশ্ন
ছিলো।
: Good Governance সম্পর্কে বলুন।
:Transparency টার্ম
টা
বুজিয়ে
বলতে
বললো।
আবার চেয়ারম্যান স্যার প্রশ্ন করা শুরু করলেন।
চেয়ারম্যান স্যার
: Deficit Budget কেনো
দেওয়া
হয়।
চেয়ারম্যান স্যার:
বন্ডেড
ওয়্যারহাউজ সিস্টেম কি?
----এটার উত্তর আমি পারিনি,এবং টার্ম টাও শুনিনি কখনো।
-- শুরু থেকেই এক্সটার্নাল ১ খুব সাপোর্টিভ ছিলেন।উনি বললেন, স্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট এসব পারবেনা।
উনি জিজ্ঞেস করলেন ভার্সিটি তে ইকোনোমিকস কতটুকু পড়িয়েছে,আরো কিছু গল্প করলেন, উনার সাপোর্ট নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে।
এক্সটার্নাল ২ এতক্ষন নীরব ছিলেন।
এক্সটার্নাল ২ : প্রশাসনের Hierarchy বলেন।
-- ADC না বলাতে একটু কনফিউজড করলেন, তারপর ডিটেইলস বলার পর উত্তর নিয়েছেন বলে মনে হলো।
এক্সটার্নাল ২ : মেকানিকাল কে কিভাবে এডমিন এ কাজে লাগাবেন।
এক্সটার্নাল ২ : UNO র কাজ সম্পর্কে বলুন।
এক্সটার্নাল ২ :DC র কাজ বলুন।
এক্সটার্নাল ২
:নভেম্বর মাসে
রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে
নোটেবল
ফ্যাক্ট কি
ছিলো
বলুন?
--মামলা
করার
বিষয়
টা
বলাতে
সাথে
সাথে
উত্তর
নিয়েছে।
এক্সটার্নাল ২
: কে
মামলা
করেছে?
-- উত্তর
দেওয়ার
পর
এক্সটার্নাল ২
স্যার
চেয়ারম্যান স্যারের দিকে
ইংগিত
করে।
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা,প্রাইভেট কার,বাস, ট্রাক কোনটাতে কোন ফুয়েল ব্যবহার করা হয়?
চেয়ারম্যান স্যারঃ ফুয়েলের পারসেন্টেজ রেশিও জানতে চাইলো।
চেয়ারম্যান স্যার ঃ ইঞ্জিনের ক্লাসিফিকেশন এবং ডিফারেন্স জানতে চাইলো।
-- উত্তর শুরু করেছিলাম,কিন্তু এক্সটার্নাল ১ নিজেই বড়সড় লেকচার দিলেন। এরপর চেয়ারম্যান স্যার বিদায় দিলেন।
আসার আগে এক্সটার্নাল ১ বুয়েটে মাস্টার্স কয়টা সেমিস্টার কমপ্লিট হয়েছে,এখন কোনো জব করছি কিনা এটা জানতে চাইলেন।
এক্সটার্নাল ১ ছাড়া সবাই একটু গম্ভীর প্রকৃতির ছিলো। আন্সার নিচ্ছিলো কিনা বুঝতে পারিনি। ভাইবা খুব আহামরি হয়নি। আমার ব্যক্তিগত জাজমেন্ট এ মনে হয় ১২০ এর বেশী কোনোভাবেই দিবেনা। রিটেন নিয়ে ভালোই কনফিডেন্ট ছিলাম, তাও প্রথম দুইটা চয়েজ আসেনি। হয়তো অল্প কিছু নাম্বার বেশী থাকলে কিংবা কোটা না থাকলে এসে যেতো। যাইহোক,আল্লাহ ভরসা।
যা বুঝতে পারলাম,ক্যাডার পেতে হলে রিটেনে যত বেশী মার্কস তোলা যায় ততই সেইফ।
গ্রুপ থেকে অনেক অনেক সহায়তা নিয়েছি।সবার প্রতি অসীম কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।
আল-আমিন
আহমেদ
-38th BCS Audit & Accounts (Recommended)
Position- 6th
Subject: Mechanical Engineering(RUET)
Please share this post…………. collected
Post a Comment