Header Ads

333বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation

38th BCS Viva Experience for BCS Viva Preparation

333বিসিএস
ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation

 

বোর্ডঃ প্রফেসর শাহ আব্দুল লতিফ
বিষয়ঃ কৃষি
সময়ঃ আনুমানিক ১০ মিনিট( স্যার অবশ্য কাউকেই ১০ মিনিটের বেশি বোর্ডে রাখেন না স্টপ ওয়াচ দিয়ে ভাইভা নেন)
আমি ছিলাম ১১ নাম্বার, যথারীতি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে, সাদা চুল সাদা আই ভ্রুর চেয়ারম্যান স্যার কে দেখেই মনে কেমন যেন একটা ভীতির সঞ্চার হয়ে গেছিল। যাই হোক স্যারের অনুমতি নিয়ে বসে পড়লাম।

চেয়ারম্যান What is your name?
আমিঃ নাম বললাম

 
চেয়ারম্যান স্যার আমার সার্টিফিকেট গুলো হাতে নিয়ে Where u have completed your graduation এই প্রশ্ন ছিল ভাইভার সবচেয়ে বড় ধাক্কা

 
আমি উত্তর দিলাম Bangladesh Agricultural University স্যার গুরুগম্ভীর ভাষায় বললেন I repeat my question what is the name of your university আমি আবার উত্তর দিলাম স্যার নিলেন না আবার প্রশ্ন করলেন i repeat my question again what is the official name of your university এবার উত্তর করলে স্যার উত্তর নিয়ে ঝাড়ি মারা শুরু করলেন(ইংরেজিতে) যে তোমার ভার্সিটির নাম জানতে তোমাকে তিনবার জিজ্ঞেস করা লাগল মার্কস তুমি পাবা না আমি পাব। আমি নির্বোধের মত একটা হাসি দিলাম। 

 এরপরে , স্যারের নেক্সট প্রশ্ন ok young man, here i have your certificate and i see your varsity logo pls briefly describe your varsity logo লোগো টা অনেক দিন দেখা হয় নি তাই ভালভাবে বলতে পারলাম না, স্যার আবার ঝাড়ি দিলেন, রীতিমতো অসন্তুষ্ট, আমি মনে মনে ভয় পেয়ে গেলেও মুখে হাসি হাসি ভাবটা ধরে রাখলাম।  

এরপর স্যার জিজ্ঞেস করলেন acronym বোঝ, জ্বী বলাতে UNICEF এর full meaning জানতে চাইলেন, আমি উত্তর করলাম, স্যার উত্তর নিলেন না স্যারকে খুব আশাহত দেখাল, ততক্ষণে আমার অবস্থা খুব খারাপ তারপরও হাল ছেড়ে দিলাম না বাট 

 স্যার আমাকে ১ম এক্সটার্নাল এর কাছে ছেড়ে দিলেন। ১ম এক্সটার্নাল ছিল ম্যাডাম। ম্যাডাম BRRI, BARI এর ফুল মিনিং, কি কাজ করে, পেয়াজের এত দাম কেন, আমরা কেন চাহিদা মেটাতে পারি না, ভারত কেন বন্ধ করে দিল, মশলা জাতীয় ফসল কেন আমদের দেশে ভাল হয় না ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করল, ভালই উত্তর করতেছিলাম, ম্যাডামকেও স্যাটিসফাইড মনে হচ্ছিল, ম্যাডাম আরও প্রশ্ন করবে এমন সময় স্যারের ট্যাব বেজে উঠল স্যার ম্যাডাম কে জানালেন আপনার সময় শেষ

 এরপর স্যার আবার প্রশ্ন করলেন প্রথম পছন্দ কি, আমি বললাম বিসিএস (প্রশাসন), স্যার বললেন প্রশাসনের প্রকৃষ্ট সংজ্ঞা দাও, আমি যা শিখে গিয়েছিলাম বললাম, এবারও উত্তর স্যারের মনঃপুত হল না। এক্সটার্নালের কাছে ছেড়ে দিলেন স্যার বেশ কিছু প্রশ্ন করলেন, স্থানীয় সরকার কি, কত নং অনুচ্ছেদ, কি বলা আছে, উপজেলা প্রশাসনের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক কি, বর্তমানে কি অবস্থায় আছে ইত্যাদি, এগুলোও ভালোই বলতেছিলাম, আবার স্যারের ট্যাব বাধ সাধল, সময় শেষ স্যার বলল ঠিক আছে চলে যাও। আমি উঠে দাড়াতেই স্যার জিজ্ঞেস করল নোটিশ পেয়েছ (ভাইভা অভিজ্ঞতা যাতে বাইরে শেয়ার না করি এই মর্মে লিখিত নোটিশ দিয়েছিল আমাদের) , আমি হ্যা বলাতে বলল নোটিশ অনুযায়ী কাজ করাবা, এখন যাও, আমি হাফ ছেড়ে বাচলাম, চেয়ারম্যান স্যারের কোন প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারিনি উল্টা অনেক ঝাড়িও খাইছি তাই ফেইল করার একটা ভয় ছিল,রিটেন খুব ভাল দিইনি, যাক আল্লাহর অশেষ রহমতে ক্যাডার আসছে।

মোঃ বদরুজ্জামান রিশাদ
কৃষি ক্যাডারে(৩য়) সুপারিশপ্রাপ্ত

 

Please share this post…………. collected

 

 

No comments