Header Ads

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation

38th BCS Viva Experience for BCS Viva Preparation

 

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation

 

৩৮ তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা
বোর্ডঃ শাহ আব্দুল লতিফ স্যার
পছন্দক্রমঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, ডিপার্টম্যান্টাল
সিরিয়ালঃ ০২
আনুমানিক সময়ঃ ১০-১২ মিনিট

রুমের ভেতরে ঢুকে দরজাটা খুব সুন্দর করে লক করে স্যারদের দিকে এগিয়ে যেতেই কড়া ধমক দিলেন শাহ আব্দুল লতিফ স্যার।আপনি দরজা লক করলেন কেন? দরজা লক করতে আপনাকে কে বলেছে? আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি গিয়ে লক খুললাম। হাসি হাসি মুখে স্যারকে বললাম, সরি স্যার।
শুরুতেই সতর্ক করে দিলেন, কোন প্রশ্নের যেন আজগুবি বানোয়াট উত্তর না দিই। প্রশ্ন না পারলে যেন স্কিপ করি।

 
সার্টিফিকেটের দিকে চেয়ারম্যান স্যার তাকিয়ে বললেন, আচ্ছা। বুয়েটের ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা। বলুন, আবরার হত্যাকান্ড নিয়ে আপনার মতামত কি? এক লাইনে বলুন।
এটা নিয়ে আগে থেকেই প্রিপার্ড ছিলাম। 

 আমি উত্তর দিলাম, “ আমি ছাত্ররাজনীতির বিপক্ষে না, আমি চাই ছাত্র রাজনীতি থাকুক, কিন্তু যে জঘন্য ঘটনা ঘটেছে, এর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ, যেন এরকম ভবিষ্যতে আর কখনও না হয়।
চেয়ারম্যান স্যারঃ বলুন, Lever and Liver এর মধ্যে পার্থক্য কী?
এরপর বললেন, machine কাকে বলে বলুন।
আমি বলার পরে বললেন, সহজভাবে বলুন। শাহরুখ খান থ্রি ইডিয়টস যেটা বলে আসান ভাষামে, সেটা বলুন।
আমি বললাম, আমির খান স্যার।
চেয়ারম্যান স্যার বললেন, হ্যা। আমির খান। এরপর খুব প্রশংসা করলেন তিনজন মিলে ছবিটার।
এরপর লতিফ স্যার এক্সটার্নাল স্যারদের বলেন, আচ্ছা আপনারা কোশ্চেন করেন। আর আপনি বাংলায় কথা বলছেন কেন? ফরেন ফার্স্ট চয়েজ , সব ইংরেজিতে বলবেন।
এক্সটারনাল -১ঃ What is the relation between ……………… theory and Redcliff line?
আমিঃ Sorry, sir. I have never heard about this theory.
এক্সটারনাল -১ঃ Have you heard about Redcliff Line?
Yes sir.
Where is it? Who did it?
দুটা পেরেছি।
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা বলুন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে? বললাম।
এক্সটারনাল-১ঃ What do you mean by economic diplomacy?
What steps Bangladesh should take in this regard?
গোছানো ছিল। মোটামুটি বললাম।
এক্সটারনাল-১ঃ Suppose you have gone to Japan. Represent your country’s current economic condition in a diplomatic meeting.
গোছানো ছিল। মোটামুটি বলেছি।
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা বলুন, জাপানে বর্তমানে কি যুগ চলছে।
জাপানের বর্তমান সম্রাটের নাম কি?
জাপানের সম্রাটকে কিভাবে সম্বোধন করবেন?
ব্রিটেনের রাণীকে?
আমেরিকার প্রেসিডেন্টকে?
অন্যান্য ডিপ্লোমেটদের কিভাবে সম্বোধন করবেন?
এগুলো পেরেছি, এক কথায় উত্তর দিয়েছি।
এক্সটারনাল -২ঃ As you are a mechanical engineer, tell me what initiatives will you take to export efficient manpower in Japan?
মোটামুটি বলেছি।
চেয়ারম্যান স্যারঃ Do you know the color of Diplomats’ passport?
Red, Sir.
And what is the color of a normal passport?
Green, Sir.
আচ্ছা বলুন, আমার পাসপোর্টের রঙ কি?
আমিঃ সবুজ, স্যার।
চেয়ারম্যান স্যারঃ উহু, লাল।
আমি ভাবলাম উনি হয়ত আমার কনফিডেন্স চেক করতে চেয়েছেন। আমি বললাম, আমি যতটূকু জানি, শুধু ডিপ্লোম্যাটদের পাসপোর্ট লাল হয়, আর বাকি সবার সবুজ।
চেয়ারম্যান স্যার বিরক্ত হয়েছিলেন এটা শুনে। উনি বললেন, না। পিএসসির মেম্বারদের সবার পাসপোর্ট লাল
আমি: সরি, স্যার। আমার জানা ছিল না। বলার পরেও উনি ভ্রু কুচকে তাকিয়ে ছিলেন।
এই জিনিসটা নিয়ে এরপর সারাক্ষণই আমি ভয়ে থেকেছি যে উনি ইনসাল্টেড হলেন কি না। এরপর উনি শেষ করতে বললেন। আমি, আমার জন্য দোয়া করবেন স্যার। বলে সালাম দিয়ে বের হই।

এম কাদের
বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ ২৪ তম।

Please share this post…………. collected

No comments