444বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
444বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation
Chairman Sir:
১. What's your name?
-answered
২. What's your academic results?
- answered
৩. Your position in BSS and MSS?
-answered
৪. Why foreign cadre is your last choice?
- this made me nervous and answered.
৫. How do you want to relate your subject with your first choice?
- answered 2-3 minutes as I was from Public Administration.
৬. Why Cumilla is called the city of Bank and Tank?
- According to the history of subcontinent, the cooperative banking system
firstly initiated by the people of Cumilla and the concept of it spreaded in
this subcontinent that's why Cumilla is called the city of bank.
And there are lots of famous tanks in Cumilla city that's why it is called the
city of tank.
৭. কয়েকটি বিখ্যাত ট্যাংকের নাম বলুন।
- ধর্মসাগর, রাণীদিঘী। আমি আর না পারায় স্যার কয়েকটি বলে দিলেন।
৮. কুমিল্লা শহরের বিখ্যাত লাইব্রেরির নাম বলুন?
- ইশ্বরী পাঠশালা। স্যার বললেন এটাতো পাঠশালা! লাইব্রেরির নাম বলেন। (চোখের সামনে ভাসছিল টাউন হলের লাইব্রেরি কিন্তু নাম মনে পরতে ছিলো না) স্যারেই কয়েকটা বলে দিলেন। সরি বললাম।
৯. কুমিল্লা শহরের কয়েকটি সমস্যা বর্ণনা করুন।
- অপরিকল্পিত নগরায়ন, ওয়াটার লগিং, ফল্টি রোড কনস্ট্রাকশ সহ বিস্তারিত বললাম। সাথে উন্নয়নের ধারায় বরতমানে কুমিল্লার অগ্রগতি তুলে ধরলাম।
১০. কুমিল্লা কি নামে ময়নামতি / কুমিল্লা নামে বিভাগ হওয়া উচিৎ?
- কুমিল্লা নামে।
১১. আপনার যুক্তি কি?
- বাংলাদেশের বিভাগীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সব বিভাগই তার পূর্ববরতী জেলার নামেই নামকরণ করা হয়েছে সে জায়গা থেকে কুমিল্লাই বেশি যুক্তিযুক্ত ;
কুমিল্লার মানুষের মতমতকে প্রাধান্য দিতে গেলেও কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিৎ কারণ এ নামের মাঝে তাদের আত্মপরিচয় ও আবেগ লুকিয়ে আছে।
১২. সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কে বলুন।
- বিস্তারিত বললাম।
১৩. জাতির জনক নাকি জাতির পিতা?
- সংবিধানের রেফারেন্স দিয়ে বললাম।
এক্সটার্নাল -১
১. পিতা ও জানকের মধ্যে পারথক্য কি?
- পিতা শব্দটি ব্রডার পারসপেক্টিভে ব্যবহৃত হয় যেমন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আঃ)।
আর জনক শব্দটি ন্যারো পারসপেক্টিভে ব্যবহৃত হয় যেখানে যিনি জন্ম দান করেছেন তাকেই জনক বলা হয়।
তাইতো আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা হিসেবে সংবিধানে আখ্যায়িত করা হয়েছে।
(এ উত্তরে বোর্ড খুব খুশি হয়েছে এবং বলেছে আমরা এমন উত্তরই প্রত্যাশা করেছিলাম)
২. ম্যাজিস্ট্রেট কতো প্রকার ও কি কি?
-- বললাম
৩. এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মধ্যে বেসিক পার্থক্য কি এক কথায় বলবেন।
- জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট কোর্ট এ আসন গ্রহণ করে বিচারকার্য পরিচালনা করে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করে।
৪. এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে বসে না?
-- স্যার আই এম সরি। এটা সঠিক জানিনা।
৫. জেলে প্রশাসকের প্রধান প্রধান কাজগুলো কি কি?
-- বললাম।
৬. গণতন্ত্রের ভালো দিক আর খারাপ দিকগুলো বলেন।
-- বিস্তারিত বললাম শুনে মনে হলো সন্তুষ্ট।
এক্সটার্নাল - ২
১. পাব্লিক এডমিনিস্ট্রেশন এ কি কি পড়েছেন।
-- পাঁচ বছরেই পড়াশোনা সব বললাম।
২. স্যাটিসটিক্স নিয়ে কি যেন জিগাইছিলো শুনিনি কখনো ☺
- স্যার পরিসংখ্যান আমাদেরকে শুধুমাত্র রিসার্চ এর জন্য প্রয়োজনীয় টপিকগুলো পড়াইছে তাই এটা সম্পর্কে জানা নেই।
৩. রিসার্চ মনোগ্রাফ কয় প্রকার?
-- আসলেই কয় প্রকার?
৪. form of government গুলি বলেন।
-- বললাম।
নাছির তালুকদার
লোক প্রশাসন, ২০১২-১৩, ঢাকা বিশ্ববিদ্যালয়
চয়েস: প্রশাসন, ইকোনমি, অডিট
সুপারিশ : প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।
Please share this post…………. collected
Post a Comment