Header Ads

বিসিএস ভাইভার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ ব্যবহার করে এমন কতগুলো আইন/Important activities of the Prime Minister's Office for BCS Viva and some of the laws used by the police to control law and order

 

Important activities of the Prime Minister's Office for BCS Viva and some of the laws used by the police to control law and order

বিসিএস ভাইভার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ ব্যবহার করে এমন কতগুলো আইন/Important activities of the Prime Minister's Office for BCS Viva and some of the laws used by the police to control law and order

💥💥💥আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ ব্যবহার করে এমন কতগুলো আইন---
1. Bangladesh Penal Code, 1860
2. Code of Criminal Procedure, 1898
3. Police Act,1861
4. Police Regulation of Bengal, 1943
5. মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬
. বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
. Armed Police Ordinance, 1979
. মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০
. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩
১০. সন্ত্রাস দমন অধ্যাদেশ, ১৯৯২
১১. আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুতবিচার আইন, ২০০২
১২. পর্ণগ্রাফী আইন, ২০১২
১৩. ICT Act, 2002
১৪. এসিড দমন আইন, ২০০২
১৫. নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০( সংশোধনী -২০০৩)
১৬. বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯( সংশোধনী-২০১৭)
১৭. যৌতুক আইন, ১৯৮০
১৮. The Evidence Act, 1872
১৯. পারিবারিক সহিংসতা(প্রতিরোধ সুরক্ষা) আইন, ২০১০
২০. মোবাইল কোর্ট আইন, ২০০৯


💥💥💥মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী কে Adress করতে বললে এর উত্তর হবেঃ
উত্তরঃ
1:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি
2:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী


💥💥💥 SP এবং DC এর মধ্যে পদাধিকারবলে উপরে কে ?
Ans According to warrent of precedence DC(Deputy Magistrate, Deputy Collector, Deputy Commissioner) is 24 th and SP(Superintendent of Police) is 25th..


💥💥💥প্রশ্ন:বাংলাদেশ এখনো কেন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে?
উত্তর প্রথমত, আমাদের সংবিধানের ২৫ অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি নিয়ে বলা আছে। আমাদের বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হল- Friendship to all, Malice to none. আমাদের জাতির পিতা এই মূলনীতিতে বিশ্বাসী ছিলেন।
দ্বিতীয়ত, সম্পর্ক ছিন্ন করলে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং যুদ্ধ পুর্ববর্তী সম্পদের ভাগ বিষয়ক ভবিষ্যৎ নিষ্পত্তির সম্ভাবনা তিরোহিত হবে!


💥💥💥তাহলে ইসরাইলের সাথে বাংলাদেশের সমস্যা কি?
উত্তরঃ বাংলাদেশ ইসরায়েলকে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইস্রাঈল রাষ্ট্রটি ফিলিস্তিন রাষ্ট্র দখল নেবার পরও এখনো তাদের সম্প্রসারণবাদ অব্যাহত রেখেছে। এজন্যে বাংলাদেশ দেশটিকে স্বীকৃতি দেয়নি। ভবিষ্যতে রাষ্ট্রটি তাদের আগ্রাসী নীতি পরিহার করে ফিলিস্তিনের সাথে সমঝোতায় আসলে বাংলাদেশ তাকে স্বীকৃতি দিবে এবং এর সাথে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশ একটি সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র সমর্থন করে এবং ইসরায়েলের "অবৈধভাবে প্যালেস্টাইন দখলের" সমাপ্তি দাবি করে।



💥💥💥 ০১: ৭১ কোন মাধ্যমে এবং কবে পাকিস্তানিদের বাংলাদেশে আক্রমনের কথা প্রকাশ পায়?
০২; ৭১ কোন কোন রেডিওতে বাংলায় সংবাদ প্রচার করা হত?
০৩. মুক্তিযুদ্ধে কোন অস্ত্র বেশি ব্যাবহার করা হয়েছে?
১। সাইমন ড্রিং, ৩০ মার্চ ডেইলি টেলিগ্রাফের পত্রিকার মাধ্যমে
২। স্বাধীন বাংলা বেতার, আকাশবাণী
৩। থ্রি নট থ্রি, স্টেনগান এবং এস এম জি, মর্টার, হ্যান্ড গ্রেনেড, মাইন।


💥💥💥ক্যাবিনেট সচিবের বা Principal Secretary এর কাজ কী ?
Bangladesh Civil Service এর সর্বোচ্চ পদ ক্যাবিনেট সচিব বা মন্ত্রিপরিষদ সচিব তিনি সচিবদের সচিব হিসেবে পরিচিত ক্যাবিনেট সচিব কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন
যেমন -
. তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রধান সঞ্চালকের আসনটি অলঙ্কিত করেন পদাধিকার বলে তিনি এটি করে থাকেন এটি তাঁর জন্য একটি অনন্য সম্মান
. মন্ত্রিপরিষদ বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করেন
. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের মিটিং এর আলোচনার বিষয় তিনিই নির্ধারণ করেন মিটিং গৃহীত সিদ্ধান্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রকাশ করেন
পদধিকার বলে তিনি Superior Selection Board ( SSB ) এর সভাপতি


  💥💥💥প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধানের কার্যালয়।
এই কার্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমঃ
১। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান
২। প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়তা প্রদান
৩। জাতীয় সংসদ বিষয়ক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে সহায়তা প্রদান
৪। রাজনীতি সংশ্লিষ্ট বিষয়াদি
৫। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক আর্থিক বিষয়াদি
৬। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা
৭। সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়
৮। এনজিও
৯। বিনিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কার্যাদি
১০। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ
১১। অধীনস্থ দপ্তরসমূহের প্রশাসনিক আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম
১২। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রধানমন্ত্রীর নিরাপত্তা
১৩। প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিভিন্ন তহবিল পরিচালনা
১৪। প্রধানমন্ত্রীর বাণী বক্তৃতা
১৫। বৈদেশিক সরকার প্রধান, প্রতিনিধির প্রটোকল
১৬। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা
১৭। প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরীণ ভ্রমণ বিষয়াদি
১৮। আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সন্ধি/চুক্তি সম্পাদন বিষয়াদি
১৯। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত আইন বিষয়াদি
২০। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা পরিসংখ্যান সংক্রান্ত
২১। কোর্ট ফিস বহির্ভূত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য নির্ধারিত ফিস সংক্রান্ত
২২। সময় সময়ে নির্ধারিত যে কোন অর্পিত দায়িত্ব।

Please share this post…………. collected

No comments