Header Ads

দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে চান? আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে চান? নিজের গল্প বলতে ও লিখতে চান?/Want to be an ambassador for Durbar Platform? Want to join the Asal Chini campaign? Want to tell and write your own story?

 

#Want to be an ambassador for Durbar Platform? Want to join the Asal Chini campaign?  #durber21

দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে চান? আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে চান? নিজের গল্প বলতে লিখতে চান?/Want to be an ambassador for Durbar Platform? Want to join the Asal Chini campaign? Want to tell and write your own story?

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এম্বাসেডর নিয়োগের মাধ্যমে দুর্বার প্লাটফরমে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে এবং বাস্তবায়ন করা হবে।

#কারা এম্বাসেডর হতে পারবেনঃ

·         » ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশী নাগরিক

·         » মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী

·         » সমাজ-দেশের জন্য কাজ করতে আগ্রহী উদ্যোমী

·         » দলভুক্ত হয়ে কাজ করার ইতিবাচক মানসিকতা

·         » সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত

#এম্বাসেডর কী করবেনঃ

·         » দুর্বার আয়োজিত অনলাইন-অফলাইন ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ

·         » সামাজিক ইস্যুতে নিজ নিজ পরিসরে মানুষকে সচেতন করা

·         » সামাজিক মাধ্যমে উপযোগী বিষয়ভিত্তিক কন্টেন্ট (স্ট্যাটাস, ছবি, ব্লগ, ভিডিও) তৈরি

·         » কন্টেন্ট শেয়ার করা এবং বিভিন্ন আলোচনায় অংশ নেয়া

·         » নিয়মিত যোগাযোগ সমন্বয় সাধন করা

#এম্বাসেডর কী পাবেন?

·         »এম্বাসেডর হিসেবে সার্টিফিকেট

·         » বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

·         » জাতীয় আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সুযোগ

·         » গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ

·         » নিজের গল্প বলার একটি প্লাটফরম পাবেন

 একজন সচেতন, দায়িত্বশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি দেশের বৃহত্তর কল্যাণে কাজ করে যাবো। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সমান শ্রদ্ধাশীল থেকে মানুষের সেবায় কাজ করে যাবো। যেকোনো উপায়ে আমি নারী শিশুদের প্রতি সহিংসতা, মানবতা বিরোধী অপরাধ, গুজব, মিথ্যাচার, হিংসা-বিদ্বেষ ছড়ানো মাদক সেবন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবো। অন্যেরাও যেন এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয় সে বিষয়ে আমি তাদের সচেতন করে তুলতে কাজ করবো। ব্যক্তি জীবনে অথবা সামাজিক মাধ্যমে আমি কোনো অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত হলে বা অন্যের ক্ষতি হয় এমন কাজ করলে তার দায় সম্পূর্ণভাবে আমার। এখানে দুর্বার কর্তৃপক্ষে কোনো দায় থাকবে না। উপরে বর্ণিত বিষয়বস্তুর (শপথ) সাথে আপনি কি একমত?

অনলাইনে মিথ্যা  গুজবের বিরুদ্ধে একসাথে লড়াই করতে আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিন।আসল চিনি ক্যাম্পেইনে যোগ দিতে হলে আপনাকে দুর্বার প্লাটফর্মের এম্বাসেডর হতে হবে।এম্বাসেডর হতে চাইলে  এই লিঙ্কে https://durbar21.org/ambassador গিয়ে ফর্ম পূরণ করুন আর এম্বাসেডর হয়ে যান।

বেশী করে শেয়ার করুন অন্যকে জানার ‍সুযোগ করুন।

No comments