বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য যেভাবে শুরু করতে পারেন/How to start preparing for BCS Viva:
প্রথমেই ভাইভার প্রস্তুতির শুরুতে আপনাকে মনে রাখতে হবে ভাইভার কোন সিলেবাস নেই।তবে বিগত কিছু রিয়েল ভাইভার অভিজ্ঞতার আলোকে ভাইভাতে কমন কিছু বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।তাই ভাইভার জন্য ভাল প্রস্তুতিতে রিয়েল ভাইভার বিকল্প নেই।
এবার আসি যারা ৪০ তম বিসিএসএস এর জন্য ভাইভা প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা।
প্রথমেই একটি মোটা সাইজের(কমপক্ষে ২৫০ পেইজ) একটি খাতা বানাবেন।এই খাতাই হবে আপনার একমাত্র ঢাল।ভাইভার জন্য যা পড়বেন সব এই খাতায় তুলবেন।আরেকটা খাতা করবেন চলমান ভাইভার সময় গ্রুপে যেসব ভাইভা শেয়ার হয় তা তুলে রাখার জন্য।
এবার খাতা যেভাবে সাজাবেনঃ
ক্রোনোলজিক্যাললি যদি আপনি ভাইভার প্রস্তুতিকে ভাগ করেন তাহলে সুবিধা হবে।
যেমন
১)Introductory(ইংরেজিতে মাস্ট)
২)ক্যাডার রিলেটেড(চয়েজ লিস্ট,কেন প্রথম,সাবজেক্টের সাথে সম্পর্ক,হায়ারার্কি,কাজ)
৩)মুক্তিযুদ্ধ।
৪)বঙ্গবন্ধু।
৫)সাম্প্রতিক ঘটনাবলি।
৬)নিজ সাবজেক্ট।
আজ শুধু introductory তে কি কি পড়বেন তা লিখছি।
অবশ্যই introductory ইংরেজিতে মুখস্থ করবেন আর গ্রুপ করে প্র্যাক্টিস করবেন,গ্রুপ না থাকলে আয়নায় অথবা মোবাইলে ডিডিও করে দেখবেন।
১)Introduce yourself(কমপক্ষে ৫ মিনিট বলার মত শিখবেন)
২)Tell us something about your family/your
mother/father/siblings.
৩)tell us about your educational background.
৪)Tell us about your scholl/college/university(ইউনিভার্সিটি কোন বিশেষ ব্যাক্তির নামে হলে তার সম্পর্কে ৫ মিনিট)
৫)Tell us about your home district/Upazilla.
৬)Tell us about your childhood memory/university
memory/your favorite person.
৭)Tell us about your choice list(এইটা ঝাড়া মুখস্থ রাখবেন)।
৮)Why foreign/admin/police/custom...is your
first choice?
৯) What is the relation between your subject and
your 1st choice/2nd choice/....5h choice(এই অভাগা আমি ছিলাম ৩৭ এ,৫ ম চয়েজের সাথে সাবজেক্টের সম্পর্ক ধরছিল)
১০)Why family planning/cooparative/....is your
last choice?
১১)Suppose you are ambassador/uno/sp,you are in
international conferance/in chaotic situation/in meeting, Please give an
extempore speech.
এই টপিকগুলো রেডি করে খাতায় লিখে ঝাড়া মুখস্থ করুন ইংরেজিতে।রেজাল্টের আগপর্যন্ত ইংলিশ স্পিকিংয়ে জোর দিন।নাহলে রেজাল্ট হওয়ার পর এগুলো ঠিক করতে করতে ভাইভার ডেইট চলে আসবে।
সবার জন্য শুভকামনা।
মোঃআনোয়ার হোসেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(সুপারিশপ্রাপ্ত)
বিসিএস(কৃষি),৩৮ তম বিসিএস।
সহকারী রাজস্ব কর্মকর্তা(৩৭ তম বিসিএস নন-ক্যাডার)
Please share this post………….
Post a Comment