Header Ads

Nagad বেনিফিশিয়ারি হিসাবে ব্যবহৃত মোবাইল নাম্বার এর বায়োমেট্রিক NID এবং বেনিফিশিয়ারি মা এর NID কি সেইম হতে হবে/ The biometric NID of the mobile number used as Nagad beneficiary and the NID of the beneficiary mother should be the same.

 

The biometric NID of the mobile number used as Nagad beneficiary and the NID of the beneficiary mother should be the same.

Guideline or Add Student/Beneficiary:


  •  লিস্টএরপ্রত্যেকটিফিল্ডঅবশ্যইপূরণকরতেহবে।

  •  শিক্ষার্থীএবংবেনিফিশিয়ারিএরনামমিনিমামক্যারেক্টারএরহতেহবে।এবংস্পেশালক্যারেক্টারশুধুমাত্রডট (.), হাইফেন (-) এবংস্পেসব্যবহারকরাযাবে।

  •  ক্লাসপোর্টালএরড্রপডাউনথেকেসিলেক্টকরতেহবে। (এক্ষেত্রেমানেহচ্ছেশিশুশ্রেণী)

  •  রোলম্যানুয়ালিলিখেবসাতেহবে।এক্ষেত্রেশুধুমাত্রনিউমেরিককোডব্যবহারকরাযাবে।

  •  বেনিফিশিয়ারিঅ্যাডকরারসময়যে Error টেক্সটগুলিআসবে, তাঅনুসরণকরতেহবে।

  •  রিলেশনউইথবেনিফিশিয়ারিপোর্টালএরড্রপডাউনথেকেসিলেক্টকরতেহবে।

  •  NID নাম্বারটিঅবশ্যই১০, ১৩অথবা১৭ডিজিটএরহতেহবে।

  •  বার্থরেজিস্ট্রেশননাম্বারনিউমেরিকএবংআলফাবেটব্যবহারকরাযাবে।
FAQS:
১। পাসওয়ার্ড চেঞ্জ করা কি আবশ্যক/ ম্যান্ডাটরি ?

👄👄👄 হাঁ। ইউজার যতক্ষণ পর্যন্ত না পাসওয়ার্ড চেঞ্জ করবে, ততক্ষন পর্যন্ত পরবর্তী কোনো অপশন এক্সেস করতে পারবে না।

👄👄👄 তবে ইউজার চাইলে সিগনেচার সেট এবং প্রোফাইল ইনফো আপডেট পপ আপ টা স্কিপ করে নেক্সট অপশন এক্সেস করতে পারবে।

২। ইউজার পরবর্তীতে সিগনেচার সেট করতে চাইলে কোন অপশন ব্যবহার করে করবে?
৩। পাসওয়ার্ড সেট করার পলিসি কি?
৪। একজন বেনিফিশিয়ারি এর তথ্যগুলি কি সব সময় একই হতে হবে?
৫। একই অভিভাবকের জন সন্তান যদি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত অবস্থায় থাকে তাহলে একই মোবাইল নাম্বার কি ব্যবহার করা যাবে ?
৬। একই মোবাইল নাম্বার কত বার অন্তর্ভুক্ত করা যাবে?
৭। হেড টিচার যে লিস্ট তা রেডি করবেন তার প্রত্যেকটি ফিল্ড- কি পূরণ করা ম্যান্ডাটরি ?
৮। বেনিফিশিয়ারি লিস্ট কে তৈরি করবে ?
৯। হেড টিচার কিভাবে তার প্রোফাইল ইনফো আপডেট করবেন ?
১০। পোর্টাল এর টিচার প্রোফাইল ইনফো আপডেট করলে কি উপবৃত্তি প্রদানে কোনো প্রভাব পরবে?
১১। প্রোফাইল ইনফো আপডেট করার কি নির্দিষ্ট কোনো লিমিট আছে ?
১২। একটি বেনিফিশিয়ারি লিস্ট সর্বোচ্চ কত বার রিজেক্ট করলে বাতিল হয়ে যাবে?
১৩। একই মোবাইল নাম্বার উপবৃত্তির জন্য সর্বোচ্চ কত বার ব্যবহার করা যাবে?
১৪। আমি পোর্টালে লগ ইন করতে পারছি না কোথায় যোগাযোগ করবো?
১৫। আমি আমার নতুন পাসওয়ার্ড ভুলে গিয়েছি কোথায় যোগাযোগ করবো ?
১৬। বেনিফিশিয়ারি হিসাবে ব্যবহৃত মোবাইল নাম্বার এর বায়োমেট্রিক NID এবং বেনিফিশিয়ারি মা এর NID কি সেইম হতে হবে?
১৭। একই পরিবারের জন শিক্ষার্থীর জন্য কি ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে?
১৮। ক্লাস্টার হেড এর কাজ কি ?
১৯। UEO এর কাজ কি ?
২০। যাদের বার্থ সার্টিফিকেট নাই, তাদের ডাটা এন্ট্রি কিভাবে করবো? ব্ল্যাঙ্ক রেখে তো সেভ করা যায় না।
২১। বার্থ সার্টিফিকেট নাম্বার অনলাইন কপিটা একবার ইউস করলে পরে আর ইউস করা যায় না, কিন্তু ম্যানুয়াল টা একাধিক বার ব্যবহার করা যায়। কোনটা ব্যবহার করবো?
২২। একই ছাত্রের অনলাইন এবং ম্যানুয়াল টা বার্থ সাটিফিকেট আছে, কোনটা ব্যবহার করবো?
২৩। SMART NID এর কার্ড তথ্য পোর্টাল সাপোর্ট করছে না, Old NID কার্ড এর তথ্য সাপোর্ট করছে, তাহলে কি sure ক্যাশ যে ডকুমেন্ট দেয়া ছিল ওই ডকুমেন্ট ব্যবহার করতে হবে ?
Please share this.............

No comments