নগদ একাউন্টের পিন নম্বর ভুলে গেলে তা রিসেট করা ও পিন নম্বর পরিবর্তন করার নিয়মাবলি/Rules for resetting and changing the PIN number if you forget the PIN number of the cash account.
নগদ একাউন্টের পিন নম্বর ভুলে গেলে তা রিসেট করা ও পিন নম্বর পরিবর্তন করার নিয়মাবলি/Rules for resetting and changing the PIN number if you forget the PIN number of the cash account.
এখন থেকে একজন নগদ গ্রাহক তার নগদ একাউণ্টের পিন (PIN) ভুলে যান বা হারিয়ে ফেলেন, তবে সেটি খুব সহজে শুধুমাত্র ইউ.এস.এস.ডি এর মাধ্যমে পুনরায় সেট করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে :
👉১। প্রথমে *১৬৭# ডায়াল করে করুন।
👉২। পিন রিসেট এর জন্য ৮ সিলেক্ট করুন এবং পরবর্তীতে ১ সিলেক্ট করুন।
👉৩। যে নাম্বারে নগদ একাউন্ট আছে সেই নাম্বারে ব্যবহার করা এনআইডি নাম্বারটা দিন৷
👉৪। এরপর নগদ একাউন্টে দেওয়া জাতীয় পরিচয় পত্রের জন্ম সালটা (উদাহরণ- ১৯৭১, ১৯৮০ ইত্যাদি) দিন।
👉৫। গত ৯০ দিনের মধ্যে আপনার একাউন্ট থেকে কোনো লেনদেন করে থাকলে ''হাঁ'' সিলেক্ট করুন, কোনো লেনদেন না করে থাকলে ''না'' সিলেক্ট করুন (লেনদেন যাচাইকরণের উদ্দেশ্যে, পূর্ববর্তী ৯০ দিনের লেনদেনের ইতিহাস পর্যবেক্ষণ করা হবে)।
👉৬। লেনদেন করে থাকলে, কি ধরনের লেনদেন করেছিলেন সেটা সিলেক্ট করুন এবং লেনদেনের পরিমাণ লিখুন।
👉৭। আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে, আপনার যে নাম্বারে নগদ একাউন্ট আছে সেই নাম্বারে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।
👉৮। এরপর *167# আবার ডায়াল করে আপনার নগদ একাউন্টের পিন রিসেট করে নিন।
👉৯। “নিউ পিন” এর জায়গায় ৪ সংখ্যার একটি নতুন পিন নাম্বার আপনি নিজে সেট করবেন।
👉১০। “কনফার্ম পিন” এর জায়গায় পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন।
নগদ গ্রাহকগণ খুব সহজে এখন পিন চেঞ্জ বা পিন পরিবর্তন করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে
:
👍১। আপনার নগদ একাউন্টের পিন চেঞ্জ বা পিন পরিবর্তন করতে *167# ডায়াল করে নগদ মেন্যুতে প্রবেশ করুন।
👍২। পিন রিসেট অপশন এর জন্য ৮ সিলেক্ট করুন, তারপরে ২ সিলেক্ট করুন।
👍৩। এখানে আপনার বর্তমান পিনটা দিন।
👍৪। তারপর নতুন যে পিনটা সেট করতে চান সেটা লিখুন।
👍৫। আরও একবার নতুন পিনটা লিখে পিন চেঞ্জ বা পিন পরিবর্তন নিশ্চিত করুন।
নগদ
একাউণ্টের পিন
(PIN) ভুলে
যান
বা
হারিয়ে
ফেলেন, এজন্য
নিচের
ধাপগুলো অনুসরণ
করতে
হবে
:
👮👮👮👮👮👮👮বিশেষ দ্রষ্টব্য : নগদ কখনও আপনার একাউন্টের পিন এবং এসএমএস এ আসা ৬ সংখ্যার গোপনীয় নাম্বার জানতে চাইবে না। দয়া করে ভুলেও টেলিফোনে কাউকে এইসব গোপনীয় তথ্য দিবেন না।
Please share this.........
Post a Comment