Header Ads

আপনি কি একজন শ্রেণি শিক্ষকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানেন?/Do you know about the basic responsibilities and duties of a class teacher?

the basic responsibilities and duties of a class teacher


আপনি কি একজন শ্রেণি শিক্ষকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানেন?/Do you know about the basic responsibilities and duties of a class teacher?

হাজিরা খাতায় নাম উঠানো

ডায়রিতে শিক্ষার্থীর পিতা-মাতার নাম বা স্হানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষন করবেন

ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরী করবেন

শ্রেণি শিক্ষক সবল,দুর্বল, অধিক দুর্বল, বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন

শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু গুছিয়ে সুন্দর ভাবে প্রতিষ্ঠান ত্যাগ করবেন

শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচমকা বা দৃষ্টি ভঙ্গি সবসময় হবে ইতিবাচক। তিনি নেতিবাচকতা সম্পূর্ণ ভাবে পরিহার করবে। শিক্ষক নিজে শৃঙ্খলা মেনে চলবেন

শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন

শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন

শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতন্ত্রকে চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন

একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্ত বন্ধুর মত আচরণ করবেন

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুঃখে, সাফল্য-ব্যর্থতায় সবসময় পাশে থাকবেন

একজন শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে

একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন

শ্রেণি শিক্ষককের নিজস্ব গঠন মুলুক বা সৃজনশীল কোন পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন

শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষার্থীদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন

কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক বা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে সহায়তা করবেন

শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন। এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন

শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন

একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে

শিক্ষক তাঁর সুবিধামত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞান প্রসার ঘটানোর জন্য

পেশাদারি এবং নৈতিক দায়িত্ব বোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সবসময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা ষথাযত ভাবে মূল্যায়িত হবে

যথাযথ উপকরণ ব্যবহার পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহণ মূলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো, বোর্ডের কাজ, আলোচনা, দলীয়, একক আলোচনা, মূল্যায়ন, বাড়ির কাজ, বিদায়। ICT পূর্ণ ব্যবহার

এছাড়াও আরো কিছু দায়িত্ব সম্পর্কে একজন শিক্ষককে বিষয়গত জ্ঞানের পাশাপাশি নিম্ন লিখিত বিষয়েও জ্ঞান অর্জন করতে হয়--

* শিক্ষার্থীকে জানবার জ্ঞান

* শিখন পরিবেশের জ্ঞান

* শিক্ষা দান সম্পর্কিত জ্ঞান

* বিদ্যালয় সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান

* তত্বাবধান সংক্রান্ত জ্ঞান

* নৈতিকতার মূল্যবোধের জ্ঞান

* রুচি বা আগ্রহ অনুযায়ী জ্ঞান। (collected) 

1 comment

Anonymous said...

Well