Header Ads

কাঠের হিসাব কিভাবে করবেন? জেনে নিন।১ সেফটি সমান কত ফুট/ কত ইঞ্চি?/How to calculate wood? Find out. 1 Safety is equal to how many feet / how many inches?

 

কাঠের হিসাব কিভাবে করবেন? জেনে নিন।১ সেফটি সমান কত ফুট/ কত ইঞ্চি?/How to calculate wood? Find out. 1 Safety is equal to how many feet / how many inches?

কাঠের হিসাব কিভাবে করবেন? জেনে নিন।১ সেফটি সমান কত ফুট/ কত ইঞ্চি?/How to calculate wood? Find out. 1 Safety is equal to how many feet / how many inches?

আপনি কি জানতে চান সেফটি সমান কত ফুট ? সেফটি সমান কত ইঞ্চি ?কাঠের দাম,তক্তা কাঠের হিসাব,ঘরের কাঠের হিসাব,কাঠের সেপ্টির হিসাব, সেফটি সমান কত ফুট, cft কত ফুট,দরজার কাঠের হিসাব, সিএফটি = কত ফুট, সিএফটি কাঠ = কত ফুট ,সাইজ কাঠের হিসাব, গাছ মাপের হিসাব, গাছের ফুট হিসাব, কাঠ পরিমাপের সূত্র, সিএফটি কাঠ কিভাবে বাহির করবেন, সিএফটি কাঠ কিভাবে মাপা যায় , সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন

এক সিএফটি = এক ফুট , বা 1 cft = 1 foot বা সিএফটি = ফুট ,

আবার,

১৪৪ পাঠ = সিএফটি বা ফুট,

১২ পাঠ = ইঞ্চি,

১২ ইঞ্চি = ফুট ,

১২ ইঞ্চি = সিএফটি ,

১২ ইঞ্চি = ফিট ,

ফিট = সিএফটি ,

ইঞ্চি = /১২ ফুট,

ইঞ্চি = /১২ সিএফটি ,

কাঠের আয়তন নির্ণয় করতে / আয়তন বের করার জন্য হপ্পাস সাহেবের সুত্র :

V = (G ÷ 4)² * L ÷ 144

যেখানে,

V = volume in Hoppus feet

G = girth measured mid point of the log in inches ( গাছের মাঝ বরাবর অংশের পরিধি)

L = length of log in feet ( গাছ বা লগের দৈর্ঘ্য)

কাঠের ফুট হিসাব জানার জন্য আমাদের দেশে প্রচলিত সুত্র দুইটা নিম্নরূপ :

সুত্র : {(পরিধি × পরিধি) ফিটে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ১৬ = সিএফটি

সুত্র : {(পরিধি × পরিধি) ইঞ্চিতে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ২৩০৪ = সিএফটি

আমাদের দেশে প্রচলিত সুত্র দুইটা হপ্পাসের সুত্র থেকেই আসছে৷গাছের মাপ জানার উপায়

আপনি সিএফটি মাপ কাঠ কিভাবে বের করবেন ? কাঠ এর সিএফটি বা ফুট বাহির করতে হলে আপনাকে কাঠ মাপার সূত্র জানতে হবে।

কাঠের হিসাব কিভাবে করবেন? জেনে নিন।১ সেফটি সমান কত ফুট/ কত ইঞ্চি?/How to calculate wood? Find out. 1 Safety is equal to how many feet / how many inches?
নিচে গাছের কাঠ মাপার সূত্র দেওয়া হলঃ

সুত্রঃ দৈঘ্য (ফুট) X প্রস্থ(ইঞ্চি) X থিকনেস্থ(ইঞ্চি) Xসংখ্যা/১৪৪ = সিএফটি

ব্যাখ্যাঃ পাশ (১২ ইঞ্চি) X পুরুত্ব ( ইঞ্চি) X উচ্চতা (৬ফুট বা ৭২ ইঞ্চি ) ( উচ্চতার ক্ষেএে এখানে হিসাবে ফুট আসবে )

উদাহরনঃ একটি দরজার মাপ হলো পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা . ইঞ্চি আর পুরুত্ব হলো .০৫ ইঞ্চি। এখন এটার সিএফটি হিসেবে কতটুকু হবে?

সমাধানঃ

প্রশ্ন মতে,পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা . ইঞ্চি আর পুরুত্ব হলো . ইঞ্চি

=>এখন, সুত্র মতে দৈঘ্য (ফুট) x প্রস্থ(ইঞ্চি) x থিকনেস্থ(ইঞ্চি) x সংখ্যা/১৪৪ = সিএফটি

=> পাশে ৩৭ (ইঞ্চি) x পুরুত্ব . (ইঞ্চি) x উচ্চতা . (ফুট বা ৮১. ইঞ্চি )

=> ৩৭৭. পাঠ ( আমরা জানি, ১৪৪ পাঠ = সিএফটি বা ফুট)

=> ৩৭৭. ÷ ১৪৪

=>.৬৩ (প্রায়) ফুট বা সিএফটি

কাঠের ফুট হিসাব জানার উপায়

আপনি একটি কাঠের হিসাব কিভাবে বের করতে চান ? তবে কিভাবে করবেন তা জানেন না। আজ আমরা জানব কিভাবে গোল কাঠের হিসাব বের করতে হয়। গোল কাঠের হিসাব করার উপায় :

সুত্রঃ {(বেড়xবেড়) ফুট xলম্বা ফুট১৬ ( দিলে CFT বা ফুট হিসিবে মান আসবে )

উদাহরনঃ একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ যা গণিতে পরিধি হিসেবে পরিচিত ) ফুট লম্বা ফুট হলে কাঠটি কত CFT?

সমাধানঃ

আমরা জানি, {(বেড় x বেড়) ফুট x লম্বা ফুট১৬

=> {(x)x ১০১৬

= {২৫x১০১৬

=> ২৫০÷১৬

=> ১৫.৬২ প্রায় CFT বা ফুট

হিসাবে বা সূত্রে বা লিখাতে কোন ভুল ধরা পরলে কমেন্ট করে জানাবেন, আশা করি সবার উপকারে আসবে।

রোয়া,পাইর,সারক এর ফিট বা কেবি হিসাব

রোয়া= ৩৬ ফিট কেবি

সারক = ৪৮ ফিট কেবি

পাইর = ১৮ ফিট কেবি

গানিতিক সূত্র বাজারের প্রচলিত মাপের সাথে মেলে না কেন ?

বাজারে প্রচলিত সূত্র : ইঞ্চি × ইঞ্চি × ফিট ÷ ২৩০৪

গানিতিক ভাবে সূত্র: πr2×h

ইংরেজ সার্ভেয়ার এডওয়ার্ড হপ্পাস 1736 সালে তার ব্যবহারিক গণনার ম্যানুয়ালটিতে এই পরিমাপটি প্রবর্তন করেছিলেন। হপ্পাস মনে করতেন প্রসেসিংয়ের পরে কোন বৃত্তাকার লগের ভলিউম কতটুকু ব্যবহারযোগ্য কাঠ হবে তা অনুমান করার জন্য লগটিকে গোলাকার থেকে বর্গাকার আকৃতি কল্পনা করতে হবে এবং এই আকৃতি পরিবর্তনের জন্য কিছু কাঠের অপচয় ধরে নিতে হবে

হপ্পাসের মতে, অপচয় ২১.% এবং ব্যাবহার উপযোগী কাঠ পাওয়া যাবে ৭৮.%

আমরা যদি সরাসরি ওনার সুত্র ব্যাবহার করি তাহলে অপচয় বাদ দিয়ে ব্যাবহার উপযোগী কাঠের পরিমান সহজেই বের করতে পারবো আর যদি আমাদের প্রচলিত নিয়মে πr2×h= আয়তন , এই সুত্র ব্যবহার করি তাহলে প্রাপ্ত আয়তন থেকে ২১. % বাদ দিতে হবে বা সর্বোমোট আয়তনের ৭৮.% ধরতে হবে তাহলে, ব্যাবহার উপযোগী নিট কাঠের আয়তন জানা যাবে

সূত্র : এই সূত্রটা হপ্পাসের সুত্র থেকে সরাসরি আসছে এর স্কয়ার করলে ১৬, আর ১৪৪ দিয়ে ভাগ করা হয়নি কারন সরাসরি ফিটে পরিধির মাপ লেখা হয়েছে৷

সূত্র : সূত্র সূত্র থেকে আসছে, এখানে পরিধি ইঞ্চিতে লেখার কারনে শেষে ১৬×(১২×১২)= ২৩০৪ দিয়ে ভাগ দিতে হয়েছে৷

সূত্র সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারন এটায় হিসাব সহজ এবং দ্রুত করা যায়৷ হিসাবও নির্ভুল আসে সূত্র কম জনপ্রিয় হওয়ার কারন এটায় ফিটে লিখতে হয়, গাছের পরিধি ইঞ্চিতে পরিমাপ করা সহজ৷ তবে এই ইঞ্চি কে ফিটে নিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই সূত্র বেশী প্রচলিত এবং জনপ্রিয়

উদাহরণ : প্রশ্ন : লগের পরিধি ৬০ ইঞ্চি লগ দৈর্ঘ্য = ফুট

হপ্পাসের সূত্র অনুসারে,

৬০×৬০×÷২৩০৪= ১২. সিএফটি

প্রচলিত গানিতিক সূত্র অনুসারে: πr2×h

ব্যাসার্ধ, r= 9.549″ বা ( 0.79575 ‘) [ এখানে r এর মান বের করতে 2πr সুত্রটি ব্যাবহার করা হয়েছে ]

এখন উপরের সু্ত্র অনুসারে

πr2×h

=> 22/7× 0.795752 ×8

= 15.914 × 78.5% ( হপ্পাস এর সুুত্র অনুসারে)

= 12.492 সিএফটি

সোর্স : এডওয়ার্ড হপ্পাস, হপ্পাস রুলস/সংগৃহীত!

Like, Share, Comment on this post...............

1 comment

Anonymous said...

Excellent