Header Ads

হেন্ডারসন বীরত্বে নটিংহামের বিপক্ষে হারল লিভারপুল/Liverpool lost against Nottingham thanks to Henderson's heroics

হেন্ডারসন বীরত্বে নটিংহামের বিপক্ষে হারল লিভারপুল/Liverpool lost against Nottingham thanks to Henderson's heroics

#হেন্ডারসন_বীরত্বে #নটিংহামের_বিপক্ষে #হারল, #লিভারপুল,  #Liverpool, #lost #against #Nottingham #thanks #Henderson's_heroics

তীব্র গরম না হলেও দুপুরের খা খা রোদ হয়তো ঝামেলা করছিল ডিন হেন্ডারসনকে। সে কারণেই বোধ হয় ক্যাপ পড়ে নেমেছিলেন নটিংহাম ফরেস্টের গোলরক্ষক। 

লিভারপুলের বিপক্ষে ম্যাচ বলে কথা! মোহামেদ সালাহ–রবার্তো ফিরমিনোদের একের পর এক আক্রমণ রুখে দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। মনোযোগ একটু এদিক–সেদিক হলেই দিতে হবে চড়া মূল্য। সেসব মাথায় রেখেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নটিংহামে আসা হেন্ডারসনের ‘বাড়তি সতর্কতা’। 

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল এই হেন্ডারসনই নটিংহামের অতন্দ্র প্রহরী হয়ে উঠলেন। সালাহর শট, ভার্জিল ফন ডাইকের হেড কিছুই টলাতে পারেনি তাঁকে। পারেনি লিভারপুলও। ইয়ুর্গেন ক্লপের দল হেরে গেছে ১–০ গোলে। source:www.prothomalo.com/

Like, Share, Comment...................

1 comment

Anonymous said...

Good