Header Ads

পাঁচ ওয়াক্ত সালাতের পুরষ্কার ও শাস্তি আপনি জানেন কি? তাহলে জেনে নিন/Do you know the reward and punishment of five times prayer? Then find out.

পাঁচ ওয়াক্ত সালাতের পুরষ্কার ও শাস্তি আপনি জানেন কি? তাহলে জেনে নিন/Do you know the reward and punishment of five times prayer? Then find out.
#পাঁচ #ওয়াক্ত #সালাতের #পুরষ্কার  #শাস্তি,  #know #reward #punishment #five_times #prayer

 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাকের নিয়ামত পুরস্কার পাবেনঃ

১. রিজিকের সংকীর্ণতা দূর হবে 

২.কবরে আজাব হবে না 

৩. হাশরের ময়দানে আমলনামা ডান হাতে পাবে 

৪. ফুলসেরাত বিজলির মত পার হয়ে যাবে

৫. বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে 

পক্ষান্তরে যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে আল্লাহ পাক তাকে ১৫ প্রকার শাস্তি প্রদান করেন, পাঁচ প্রকার দুনিয়াতে, তিন প্রকার মৃত্যুর সময়, তিন প্রকার কবরের ভিতরতিন প্রকার কবর হতেই পুনরুত্থানের পর

পৃথিবীতে যে পাঁচ প্রকার শাস্তি দেওয়া হবে তা এই রূপ

১. তার জিন্দেগীর বরকত কেড়ে নেয়া হয়

২. তার মুখমন্ডল হতে নেককারদের যদি মুছে ফেলা হয় 

৩. যে আমলে সে করুক না কেন আল্লাহ পাক এর কোন প্রতিদান দেন না

৪. তাহার কোন দোয়া আসমানে পৌঁছে না অর্থাৎ কবুল হয় না

৫. নেক বান্দাদের দোয়া হতেও সে কোন ফল লাভ করে না অর্থাৎ তার জন্য কোন পীর বুজুর্গ দোয়া করল তা কবুল হয় না

মৃত্যুর সময় তিন প্রকার আজাব এইরূপ

১. সে বেইজ্জতির সাথে মৃত্যুবরণ করবে

২. সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে

৩. পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেযদি সমুদ্রের পানি তাকে পান করানো হয়তবুও তার পিপাসা মিটবে না.

কবরের আজাব এই রূপ

১. তার জন্য কবর এত সংকীর্ণ হবে যেবুকের হাড় গুলো একের মধ্যে ঢুকে যাবে 

২. তার কবরে অগ্নি প্রজ্বলিত করা হবে

৩. তার কবরে এমন একটি সাপ প্রেরিত হবে যেতার চক্ষুদ্বয় আগুনের নেই চলতে থাকবে এবং নখ গুলো লোহার হবেএত বড় দীর্ঘ হবে যেএকদিনের রাস্তা অপেক্ষা বড় হবে। তার গলার আওয়াজ ছবি বছরের ন্যায়। সাপটি বলতে থাকবে যেআমার পরওয়ারদেগার আমাকে আদেশ করেছেন যেফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্তজোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্তআসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্তমাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার দরুন ভুল পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। এভাবে সে কেয়ামত পর্যন্ত আজাবে গ্রেপ্তার থাকবে। তার চিৎকারের আওয়াজ সারা দুনিয়াবাসী শুনতে থাকবে। কিন্তু একমাত্র মানুষ জিনের কানে এই আওয়াজ যাবে না(মিশকাত শরীফ)

পুনরুত্থানের পর যে আজাব তিনটি হবে তা নিম্নরূপঃ

১. হিসাবে কঠোরতা হবে 

২.তারপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন

৩. তার জাহান্নামে প্রবেশ এরকম হয়ে যাবে অন্য রাতে আছে।

অন্য রেওয়াতে আছেতার মুখমন্ডলে তিনটি লাইনে লেখা থাকবে 

হে আল্লাহর হক তরকারি

হে আল্লাহ আল্লাহর অভিশপ্ত!

.দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছোকেমন তুমিও আজ আল্লাহর রহমত হতে বঞ্চিত।

হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেনএকদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উল্লেখ করে বলেনযে ব্যক্তি গুরুত্বসহকারে নামাজের প্রতি যত্নবান থাকেরোজ-কিয়ামতে সে নামায তার জন্য নুর হবে এবং হিসাবের সময় এটা তার জন্য দলিল হবেনামাজ তার জন্য নাজাতের কারণ হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে নাকিয়ামতের দিন তার জন্য কোন নূর দলিল হবে না। মুক্তির জন্য কোন সনদ থাকবেনা বরং ফেরাউনহামান  উবাই বিন খলফের সাথে হাশর হবে।(আহমদ শরীফ) 

No comments