Header Ads

প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক সমাবেশের শিক্ষামূলক (৪৩টি) শ্লোগান/Educational (43) Slogans for Primary School Daily Assemblies

 

প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক সমাবেশের শিক্ষামূলক (৪৩টি) শ্লোগান/Educational (43) Slogans for Primary School Daily Assemblies

#প্রাথমিক #বিদ্যালয়ে #দৈনিক #সমাবেশের #শিক্ষামূলক #৪৩টি  #শ্লোগান #Educational #43 #Slogans #for #Primary #School #Daily #Assemblies

)‌ শিক্ষার আলো, রে রে জ্বালো।

)‌ নিরক্ষর থাকব না, দেশের বোঝা হব না।

) পড়ার সময় পড়ব, খেলার সময় খেলব।

) বাংলাদেশ বাংলাদেশ, চিরজীবি হোক চিরজীবি হোক।

) এসো বোন এসো ভাই, লো সবাই স্কুলে যাই।

)‌ হিন্দু মুসলিম ভাই ভাই, সুস্থ্য সুন্দর মন চাই।

) যেখানে সেখানে ময়লা ফেলব না, রিবেশ নষ্ট করব না করব না।

) সুস্থ দি থাকতে চান, পুষ্টিকর খাবার খান।

) শতভাগ র্তির হার, জাতির জন্য অহংকার।

১০)‌ নিয়মিত নখ কাটো, রোগ জীবানু দূরে রাখ।

১১) করব মোরা মাদক বর্জন, গড়ব মোরা সুখের জীবন।

১২)‌ লেখাপড়া শিখব, নতুন জীবন গড়ব।

১৩)‌ শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার।

১৪)‌ লেখাপড়া শিখে মোরা, উঠব য়ে দেশের সেরা।

১৫)‌ লেখাপড়া শিখব, সোনার বাংলা গড়ব।

১৬)‌ বিদ্যালয় অামার ঘর, রাখব সদা রিষ্কার।

১৭) লাল ফুল নীল ফুল, শিশু লো বিদ্যালয়ের ফুল।

১৮)‌ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, রিষ্কার রাখব রিষ্কার রাখব।

১৯)‌ ছেলে মেয়ে বিভেদ নাই, লো সবাই স্কুলে যাই।

২০) ধনী রিব বিভেদ নাই, লো সবাই স্কুলে যাই।

২১)‌ শিক্ষা অামার অধিেকার, শিক্ষা অামার অহংকার।

২২)‌ শিক্ষাই জীবনের মূল, রে পড়া বিরাট ভুল।

২৩)‌ বিদ্যালয়ে আসবে যারা, সুখি জীবন গড়বে তারা।

২৪) সৎপথে চলব, সুন্দর জীবন গড়ব।

২৫) সদা সত্য কথা বলব, মোরা সুখি জীবন গড়ব।

২৬) যার নেই শিক্ষা, তার নেই রক্ষা।

২৭) কৃষক লে শ্রমিক ভাই, শিক্ষা ছাড়া উপায় নাই।

২৮)‌ লেখাপড়া শিখব, দেশটাকে গড়ব।

২৯) ধুমপানে বিষপান, করব না করব না।

৩০) দি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নাইরে তি।

৩১)‌ দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।

৩২)‌ শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই।

৩৩) একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা।

৩৪)‌ লেখাপড়ার বিকল্প নাই, লো সবাই স্কুলে যাই।

৩৫) আমরা শিশু জাতির মূল, বিদ্যালয়ে ফোটাই ফুল।

৩৬) শিক্ষিত কন্যা, শতগুণে ধন্যা।

৩৭) নারী পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করব প্রমাণ।

৩৮)‌ শিক্ষাই ক্তি, শিক্ষাই মুক্তি।

৩৯) নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক ঙিন।

৪০) কনুই তুলে মারব হাঁচি, অন্যকে বাঁচাই নিজে বাঁচি।

৪১)‌ শিশুর বয়স লে পাঁচ, র্তি কর বিদ্যালয়।

৪২) শতভাগ র্তির হার, বাংলাদেশের অহংকার।(সংগৃহীত)

লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন.............

No comments