Header Ads

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন যেভাবে করতে হবে/How to conduct annual evaluation in primary schools

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন যেভাবে করতে হবে/How to conduct annual evaluation in primary schools

#প্রাথমিক #বিদ্যালয়ে #বার্ষিক #মুল্যায়ন #যেভাবে #করতে #হবে/ #How #conduct #annual #evaluation #primary #schools

👤👤👤প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান মোট ২০ নম্বরের মধ্যে বিষয়ভিত্তিক সাপ্তাহিক/ধারাবাহিক মুল্যায়নে মনে করি ৩য় শ্রেণির ছাত্র মোঃ জসিম তার বাংলা বিষয়ে যে পাঁচটি সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তা যথাক্রমে ১৩, ১৮, ১৮, ১৪ এবং ১২

👤👤👤প্রথম ধাপঃ

বাংলা বিষয়ে প্রাপ্ত পাঁচটি সর্বোচ্চ নম্বরের যোগফলঃ

১৩+১৮+১৮+১৪+১২= ৭৫

প্রাপ্ত ৭৫ নম্বরের মধ্যে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বরঃ ৩০

(৭৫×৪০%= ৩০ বা ৭৫×৪০÷১০০= ৩০)

৪০% হিসেবে এভাবে প্রতিটি বিষয়ের নম্বর বের করতে হবে

👤👤👤দ্বিতীয় ধাপঃ

এরপর পূর্বের নিয়মে অনুষ্ঠিত ৩য় প্রান্তিক (চূড়ান্ত) পরীক্ষায় মোঃ জসিম ৬০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেয়েছে

[পরীক্ষাটি ৬০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ৩য় প্রান্তিক (চূড়ান্ত) পরীক্ষা গ্রহণের তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হবে]

👤👤👤চূড়ান্ত ধাপঃ

১ম ধাপ থেকে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বর- ৩০

২য় ধাপ থেকে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর- ৪০

বাংলা বিষয়ের ফলাফলঃ (৩০+৪০)= ৭০

👤👤👤মোঃ জসিমের অগ্রগতি প্রতিবেদনঃ

নম্বরঃ ৭০ (৬০% - ৭৯%)

গ্রেডঃ

শিখনের অর্জিত মাত্রাঃ উত্তম

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন যেভাবে করতে হবে/How to conduct annual evaluation in primary schools

 

👤👤👤বিঃদ্রঃ এটি একটি নমুনা মাত্র। যা একটি বিষয় ধরে নির্ণয় করা হয়েছে। এভাবে টি বিষয়ের নম্বর বের করে যোগ করতে হবে। তারপর যোগফলকে দ্বারা ভাগ করে গড় বের করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রদান করতে হবে

👤👤👤বিস্তারিত ভাতে বলতে গেলে উপরোক্ত পন্থায় সকল বিষয়ের প্রাপ্ত নম্বর নিণয় করে গড় নির্ণ করতে হবে

যেমন: (বাংলা: ৭৫ + ইংরেজী: ৭৫ + গণিত: ৮৫ + বিজ্ঞান: ৭৪ + বাংলাদেশ বিশ্বপরিচয়: ৮৭ + ধর্ম নৈতিক শিক্ষা: ৮৮ বিষয়

=৪৮৪÷

=৮০.৬০ [যেহেতু ৮০% - ১০০%=]

👤👤👤সুতরাং গ্রেড:

শিখনের অর্জিত মাত্রাঃ অতি উত্তম

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মুল্যায়ন যেভাবে করতে হবে/How to conduct annual evaluation in primary schools

 বি.দ্র.:- সকল পরীক্ষার ফলাফল সংরক্ষণ করতে হবে এবং সংযুক্ত ছক অনুসারেশিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন -২০২২শিক্ষার্থীদের/অভিভাবকের নিকট সরবরাহ করতে হবে।সংগৃহীত

Like, Share, Comment.......................

 

 

No comments