Header Ads

বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ক থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব - ০১)/Important Questions and Answers from Science for BCS or Any Job Exam Preparation (Part-01)

বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য  বিজ্ঞান বিষয়ক থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব - ০১)/Important Questions and Answers from Science for BCS or Any Job Exam Preparation (Part-01)

 

#বিসিএস  #যেকোনো #চাকরির #পরীক্ষার #প্রস্তুতির #জন্য  #বিজ্ঞান #বিষয়ক #আসা #গুরুত্বপূর্ণ #প্রশ্নোত্তর #পর্ব  #০১ #Important #Questions and #Answers  #Science  #BCS  #Any #Job #Exam #Preparation #Part #01


❓❓❓১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%
❓❓❓২।খাদ্যের উপাদান - ৬টি।
❓❓❓৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
❓❓❓৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের
❓❓❓৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
❓❓❓৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C
❓❓❓৭।ঢেকি ছাটা চাল আটার ভিটামিন থাকে - থায়ামিন।
❓❓❓৮।দৈনিক পানি পান করা উচিত - - লিটার
❓❓❓৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
❓❓❓১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition
❓❓❓১১।কোষ গঠনে সাহায্য নিয়ন্ত্রন করে - ভিটামিন লাইসিন।
❓❓❓১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ::
❓❓❓১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
❓❓❓১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
❓❓❓১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
❓❓❓১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি
❓❓❓১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
❓❓❓১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
❓❓❓১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
❓❓❓২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
❓❓❓২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
❓❓❓২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া 
❓❓❓২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের
❓❓❓২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
❓❓❓২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম
❓❓❓২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
❓❓❓২৭।Quetelet Index বলা হয় - BMI
❓❓❓২৮।BMI- Body Mass index
❓❓❓২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI
❓❓❓৩০।BMI- ওজন/(উচ্চতা)^
❓❓❓৩১।BMIএর অপর নাম - QLI 
❓❓❓৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড
❓❓❓৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের % দ্রবন।
❓❓❓৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
❓❓❓৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina
❓❓❓৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
❓❓❓৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients
❓❓❓৩৮।উৎপত্তিগত আমিষ - প্রকার
❓❓❓৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ
❓❓❓৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
❓❓❓৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম
❓❓❓৪২।এসিডোমিস হয় - পানির অভাবে
❓❓❓৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে
❓❓❓৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
❓❓❓৪৫।পুষ্টি - প্রকার।
❓❓❓৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV
❓❓❓৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের
❓❓❓৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০
❓❓❓৪৯।স্নেহ - প্রকার।
❓❓❓৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্
❓❓❓৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K
❓❓❓৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
❓❓❓৫৩। HIV আক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
❓❓❓৫৪।আমাশয় - প্রকার।এমিবিক ব্যাসিলারি।
❓❓❓৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
❓❓❓৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
❓❓❓৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
❓❓❓৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
❓❓❓৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক
❓❓❓৬০। ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum। (collected)

* পরবর্তী পর্বের জন্য '' Md. Monoarul Hasan Manik ফেইজবুক ID টি ফলো দিয়ে রাখুন।

Like, Share, Comment............................... 

 

No comments