Header Ads

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে উপবৃত্তির তথ্য আপডেট করার জরুরী নির্দেশনা/Urgent instructions to update scholarship information for primary school students in the academic year 2022

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে উপবৃত্তির তথ্য আপডেট করার জরুরী নির্দেশনা/Urgent instructions to update scholarship information for primary school students in the academic year 2022
scholarship-https://www.geniusmanik.com/

#প্রাথমিক# বিদ্যালয়ের #শিক্ষার্থীদের #২০২২ #শিক্ষাবর্ষে #উপবৃত্তির #তথ্য #আপডেট #করার #জরুরী #নির্দেশনা/ #Urgent #instructions to #update #scholarship #information for #primary #school #students in the #academic #year #2022

 

👉👉২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে উন্নীত করার জন্য বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষকগণের ইউজার আইডিতেশিক্ষার্থীদের শ্রেণি আপডেটনামক একটি পেইজ যুক্ত করা হয়েছে। উক্ত পেইজের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রযোজ্য শিক্ষার্থীদের ডাটা শ্রেণি অনুযায়ী আপডেট করবেন। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।

👉👉 ২০২১ শিক্ষাবর্ষের ডাটা আপডেট করতে হবে এবং সেক্ষেত্রেশিক্ষার্থীদের শ্রেণি আপডেটপেইজেরশ্রেণি প্রমোশনঅপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পুরণ করে সংরক্ষণ করতে হবে।

👉👉 যে সকল বিদ্যালয় ২০২১ সালের পরিবর্তে ২০২২ সালের ডাটা এন্ট্রি করেছে তাদের ডাটা আপডেট করার প্রয়োজন নাই এবং এক্ষেত্রেশিক্ষার্থীদের শ্রেণি আপডেটপেইজেরভুল এন্ট্রিঅপশন সিলেক্ট করে সংরক্ষণ করতে হবে।

👉👉২০২২ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি হয়ে থাকলে তাদের ডাটানতুন শিক্ষার্থী এন্ট্রিপেইজে এন্ট্রি করতে হবে।

👉👉 কোনো শিক্ষার্থী একই শ্রেণিতে অধ্যয়নরত থাকলেশিক্ষার্থীদের শ্রেণি আপডেটপেইজেরপুনরাবৃত্তঅপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে সংরক্ষণ করতে হবে।

👉👉 ২০২১ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণি (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি চলমান বিদ্যালয়সমূহের ক্ষেত্রে) এবং অষ্টম শ্রেণির (প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি চলমান বিদ্যালয়সমূহের ক্ষেত্রে) শিক্ষার্থীদের ক্ষেত্রেশিক্ষার্থীদের শ্রেণি আপডেটপেইজেরপ্রাথমিক চক্রের সমাপ্তিঅপশন সিলেক্ট করে সংরক্ষণ করতে হবে।

👉👉কোনো শিক্ষার্থী বদলীজনিত কারণে বিদ্যালয়ে ভর্তি হলে তার ডাটা পূর্বের বিদ্যালয়ে এন্ট্রি করা থাকলে সেখান থেকে ট্রান্সফার করাতে হবে এবং না থাকলে নতুনভাবে এন্ট্রি দিতে হবে।

👉👉যেসব শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর এখনো সংগ্রহ করা হয় নাই এবং যেসব সুবিধাভোগী মা/বাবা/বৈধ অভিভাবকের NID সংগ্রহ করা হয় নাই, সে সকল অভিভাবকদেরকে সচেতন উদ্বুদ্ধ করে জন্ম নিবন্ধন নম্বর NID দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে।

 👉👉২০২১ শিক্ষাবর্ষে এন্ট্রিকৃত ডাটা আপডেটকরণ, ২০২২ শিক্ষাবর্ষে নতুন ডাটা এন্ট্রি এবং বর্ণিত সকল ডাটা চাহিদা ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই অনুমোদনের কার্যাদি নিম্নোক্ত সময়ে সম্পন্ন করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে উপবৃত্তির তথ্য আপডেট করার জরুরী নির্দেশনা/Urgent instructions to update scholarship information for primary school students in the academic year 2022


 ) ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সিলেট বিভাগ :

১৭/১১/২০২২ থেকে ২/১১/২০২২ তারিখ।

 

) বরিশাল, খুলনা, রাজশাহী রংপুর বিভাগ :

২৩/১১/২০২২ থেকে ২৮/১১/২০২২ তারিখ।

গ) চাহিদা প্রস্তুত, যাচাই-বাছাই ও অনুমোদনের সময়কাল 

 ০১/১২/২২ থেকে ০৫/১২/২২ তারিখ।

(সংগৃহীত - Helping page on e-Monitoring.)

Like, Share, Comment........

 

No comments