Header Ads

প্রাথমিক উপবৃত্তি পোর্টালে চাহিদা অপশন যুক্ত করা হয়েছে/Added demand option to primary stipend portal,

প্রাথমিক উপবৃত্তি পোর্টালে চাহিদা অপশন যুক্ত করা হয়েছে/Added demand option to primary stipend portal,

#
প্রাথমিক #উপবৃত্তি #পোর্টালে #চাহিদা #অপশন #যুক্ত #demand #option  #primary #stipend #portal,

💨বিদ্যালয়ের আইডি থেকেই চাহিদা প্রস্তুত করে সংরক্ষণ করবেন এবং প্লাস্টারে প্রেরন করবে।

💨ক্লাস্টারের আইডি থেকে চাহিদার যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য উপজেলায় প্রেরণ করবেন।

💨উপজেলার আইডি থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার চাহিদা অনুমোদন করবেন।

💨চাহিদা সংশোধনের প্রয়োজন হলে প্রস্তুতকৃত চাহিদা বিদ্যালয়ের আইডিতে ফেরত আনতে হবে উপজেলা আইডি থেকে।

💨চাহিদা সংশোধনের পর আবার উপজেলার আইডিতে প্রেরণ করতে হবে।

💨পুনরায় উপজেলা আইডি থেকে অনুমোদন করে অধিদপ্তরের আইডিতে পাঠাতে হবে।

💨চাহিদা প্রস্তুতির সময় নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রিশ্রেণি হালনাগাদবেনিফিশিয়ারি তথ্য সংশোধনমোবাইল একাউন্ট সংশোধন অপশন বন্ধ থাকবে।

প্রাথমিক উপবৃত্তি পোর্টালে চাহিদা অপশন যুক্ত করা হয়েছে/Added demand option to primary stipend portal,


চাহিদা প্রস্তুতির সময়ঃ

💨ঢাকা, চট্টগ্রাম, রংপুর সিলেটঃ ১৩ - ১৬ ডিসেম্বর, ২০২২।

💨খুলনা, বরিশাল, রাজশাহী ময়মনসিংহঃ ১৭ - ২০ ডিসেম্বর, ২০২২।

লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের জানিয়ে দিন..............



No comments