Header Ads

বিসিএস এডমিন ভাইভা পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা সবার জন্য প্রয়োজন/Practical experience of BCS Admin viva exam is required for all/

 

বিসিএস এডমিন ভাইভা পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা সবার জন্য প্রয়োজন/Practical experience of BCS Admin viva exam is required for all/

#বিসিএস #এডমিন #ভাইভা #পরীক্ষার #বাস্তব #অভিজ্ঞতা #সবার #জন্য #প্রয়োজন #Practical #experience  #BCS #Admin #viva #exam  #required  #all/

বোর্ডঃ  . মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রার্থীর নামঃ মোঃ আরাফাত হোসেন

তারিখঃ০৭/১২/২০২২

সময়ঃ ১৫/১৬ মিনিট

সিরিয়ালঃ ১৫ জনে ১৩ তম

বিষয়ঃ ইংরেজি।

পছন্দঃ এডমিন, পুলিশ, কর.....

অনুমতি নিয়ে প্রবেশ করলাম। মাস্ক খুলে বসতে বললেন।

চেয়ারম্যান স্যারঃ অারাফাত হোসেন, ইউনিভার্সিটি, সাব্জেক্টেট বলে গুড বললেন। অামি সম্মতি জ্ঞাপন করলাম জ্বি, জ্বি বলে।

চেয়ারম্যান স্যারঃ Tell us about your philosophy of life??

আমিঃ Sir my life philosophy is different cause i was brought up with great hardship. My needy family had to face severe hindrance like fooding, schooling and maintaining family. I want to serve the nation being induced from my past life philosophy.

Chairman Sir: What is the philosophy of Bangladesh??

Me: Sir Bangladesh's philosophy is to achieve Vision 2041.

Chairman Sir: What is 2041??

Me: sir gender equality and developed Bangladesh. Then stop me here.

Chairman Sir: What is delta plan 2100??

Me: Delta's plan was designed to mitigate carbon emissions, cope with the present situation, and adapt.

Chairman Sir: Who is the founder of Pakistan??

Me: Sir Allahma Iqbal.

Chairman sir: Then who is the father of Pakistan and why??

Me: Sir Mohammad Ali Jinnah.Because he was the pioneer of Pakistan and he had to go through several barriers.

Chairman Sir: Whare he hailed in our Liberation war??

Me: Sir Bangladesh ( বুঝতে পারিনি যে এটা একটা ধাঁধা ছিলো)

Chairman Sir: What?? He was already dead. How he would come in Bangladesh??

এবার দ্বিতীয় পরীক্ষকের কাছে হস্তান্তর করলেন

স্যারঃ বাড়ি কোথায়, উপজেলা কয়টা,সিরিয়ালি সব কয়টা বলেন??

আমিঃ বললাম।

স্যারঃ সাতক্ষীরা কোন বিভাগের মধ্যে?? খুলনা বিভাগে জেলা কয়টা?? সবগুলো বলবেন??

আমিঃ / টা বলার পর বললাম স্যার অাই কান্ট রিকল নাও।

স্যার হেসে বললেন সমস্যা নাই।

স্যারঃ এর অাগে কিসে জব করতে??

আমিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলান।

স্যারঃ ছাড়লে কেন??

আমিঃ ডিটেইলস বললাম।

এবার ৩য় পরীক্ষক শুরু করলেন---

স্যারঃ কপ -২৭ বিশ্ব নেতারা কার্বন ইমিশন কত ডিগ্রিতে নামিয়ে অানার কথা বলেছেন??

অামিঃ স্যার ডিগ্রি সেলসিয়াস।

স্যারঃ কত??

আমিঃ ডিগ্রি ( হবে . ডিগ্রি)

স্যারঃ সাতক্ষীরা জেলার নানা প্রশ্ন ধরলেন,যেমনঃ জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরায় কী কী ক্ষতি হবে??

আমিঃ বললাম বাট কেমন যেন উত্তরটা তার মন মতো হলো না।

চেয়ারম্যান স্যারঃ ছেড়ে দেন, ছেড়ে দেন।

আমিঃ সালাম দিয়ে বেরিয়ে এলাম।

বিশেষ দ্রষ্টব্যঃ চেয়ারম্যান স্যার সব প্রশ্ন ইংরেজিতে করেছিলেন। বাকি সবাই বাংলাতে।যা কনভারসেশন হয়েছে হুবহু তাই বললাম। ক্যাডার চয়েসটা  মাস্টার্স করিনি কেন এটা ছাড়া কিছুই সাবজেক্ট থেকে প্রথম পছন্দ এডমিন থেকে জিজ্ঞেস করিনি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পাদনায়ঃ মোঃ আরাফাত হোসেন

like, Share, Comment.....................

1 comment