Header Ads

প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট আর দুই শিফট নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বহীনতা নাকি পাগলামি!One shift and two shifts in the primary school is the irresponsibility of the Department of Primary Education or madness!

  

প্রাথমিক বিদ্যালয়ে এক  শিফট আর দুই শিফট  নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বহীনতা নাকি পাগলামি!One shift and two shifts in the primary school is the irresponsibility of the Department of Primary Education or madness!

#প্রাথমিক_বিদ্যালয়ে #এক_শিফট  #দুই_শিফট   #প্রাথমিক_শিক্ষা_অধিদপ্তরের #দায়িত্বহীনতা #পাগলামি! #One_shift #two_shifts #primary_school #irresponsibility #Department #Primary_Education #madness!

 “রুটিন প্রকাশ করেছেন  ৯:০০-৪:১৫ পর্যন্ত ভালো কথা।  যদি বলেন ৫:০০ টা তবুও মেনে নিবো ,যেহেতু  অধিদপ্তরের চাকুরী করি। তাই বলে শিফট বিদ্যালয় ৩:৩০ পর্যন্ত চলবে,বিরতি পাবে ১:০০-১:৫০ পর্যন্ত ৫০ মিনিট। আর শিফট বিদ্যালয় চলবে ৪:১৫ পর্যন্ত, খাওয়া নামাজ ১:৫০ থেকে ২:২০ পর্যন্ত মানে ৩০ মিনিট। এটা কেমন রুটিন?এটা কেমন দায়িত্বশীলতা ও ন্যায়পরায়নতা নাকি পাগলামি!” এমন কথাগুলো বলেছেন একজন সহকারি শিক্ষক। সকল শিক্ষকের প্রাণের দাবীগুলো তিনি এভাবে ব্যক্ত করেন, তাহলো………

 👉 আচ্ছা শিফট বিদ্যালয়ের শিক্ষকেরা কি মানুষ না? তাদের জন্য বিরতি ৩০ মিনিট  কেন?

 👉একই ডিপার্টমেন্টে চাকুরী করে এতো বৈষম্যের শিকার কেন হচ্ছে শিক্ষকরা?

👉২ শিফট বিদ্যালয়ের শিক্ষকরা একই সময়ে হাজিরা দিয়ে ৪৫ মিনিট পর কেন যাবে?

👉 সকল বিদ্যালয় কেন একই সময়ে ছুটি হবে না?

👉 সকল বিদ্যালয় শিফট কেন করতে পারেন না কর্তৃপক্ষ?

👉এগুলোর জন্য কি শিক্ষকেরা দায়ী?

👉 সমহারে শিক্ষক বন্টন পর্যাপ্ত ক্লাসরুম নাই এর জন্য কি কোন শিক্ষক দায়ী?

👉যদি এগুলোর জন্য শিক্ষকেরা দায়ী না থাকেন তাহলে সকল বিদ্যালয়  দয়া করে শিফট করে দিন।

👉 কোথাও শিক্ষক  /////১০/১২ এভাবে না রেখে সমহারে শিক্ষক বন্টন করে শিফট পরিচালনা করার অনুরোধ করছি।

👉 আর একটা দোহাই আছে এই ডিপার্টমেন্টে অমুক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী  কম তাই শিক্ষক কম দরকার এই নীতি বাদ দেয়া উচিৎ।

👉ছাত্র-ছাত্রী কম তার মানে এই না যে ক্লাস কমে যাচ্ছে। যদি ক্লাস ঠিকই থাকে তাহলে ছাত্র-ছাত্রীকম এই দোহাই দিয়া উচিৎ না।

👉 অনেক বিদ্যালয় / জন শিক্ষক দিয়ে চলে তারা কি মানুষ না রোবট? এভাবে নিজ ডিপার্টমেন্টের ভিতরের বৈষম্য দূর করুন।

প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক আশা করছে, কর্তৃপক্ষ এইগুলোর সমাধান করবেন।  তার এই কথাগুলোর সাথে প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক এক মত আছে বলে জানা যায়।

লাইক, শেয়ার ও কমেন্ট করে সকলকে জানিয়ে দিন................................

2 comments

Anonymous said...

Good writing

Anonymous said...

Need to change for primary school