Header Ads

অল্প বয়সে বিয়ে করার ১০টি উপকারিতা, না জানলে জেনে নিন/10 benefits of marrying young, if you don't know/ know it

অল্প বয়সে বিয়ে করার ১০টি উপকারিতা, না জানলে জেনে নিন/10 benefits of marrying young, if you don't know/ know it


 #অল্প #বয়সে #বিয়ে #করার #১০টি #উপকারিতা, #না_জানলে #জেনে_নিন/ #10 #benefits of #marrying #young, #if #you #don't #know

 

👪. লজ্জা স্থানের হেফাজত হয়।

👪. বিবাহ চক্ষু নিচু করে।

👪. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।

👪. ইমান পরিপূর্ণ হয়

👪. অসুস্থতা দূর হয়।

👪. ইবাদতে মজা পাওয়া যায়।

👪. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

👪. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)

👪. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।

👪১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্ন থাকতে পারে। তার উত্তর  আল্লাহ নিজে দিয়েছেন। 

👉তিনি  বলেছেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

 👉রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

 ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

💨. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।

💨. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।

💨. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়। (তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন, আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন। শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়েকে সহজ করুন, দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে।

আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহী বুঝ দান করুক। আমিন, (সংগৃহীত)

Like, Comment, Share on this post.............

1 comment

Anonymous said...

Excellent