Header Ads

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি রেজাল্ট-২০২৩ Primary School Class five Scholarship Result-2023

 

প্রাথমিক বিদ্যালয়ের  পঞ্চম শ্রেণির বৃত্তি রেজাল্ট-২০২৩ Primary School  Class five Scholarship Result-2023

#প্রাথমিক #বিদ্যালয়ের  #পঞ্চম #শ্রেণির #বৃত্তি #রেজাল্ট- #২০২৩ #Primary #School  #Class #five #Scholarship #Result- #2023

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। প্রাথমিক শিক্ষার উদ্যোগ এবং অর্জন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায়।

 How To Check Primary Class 5 Scholarship Result By SMS:

 General Education Scholarship Result: DPE <space> Thana/Upazila Code Number <space> Roll number <space> Year and send to 16222 number.

Madrasa Education Scholarship Result: EBT <space> Thana/Upazila Code Number <space> Roll number <space> Year then send it to 16222 number.

 How to Check Primary Primary School Scholarship Results?

To Check Your PSC Scholarship Result through the Directorate of Primary Education DPE official website www.dpe.gov.bd or http://dperesult.teletalk.com.bd/scholarship.php.

  বছর প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী বাতিলের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠানো হবে। বৃত্তিটা থাকবে না, উপবৃত্তি থাকবে।

 প্রাথমিকে মেধাবৃত্তি দেওয়া হবে না, উপবৃত্তি থাকছে প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হলেও এবার সমাপনী বাতিল হওয়ায় বৃত্তি দেওয়া হবে না। তবে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য উপবৃত্তি কার্যক্রম আগের মতো চালু থাকবে। প্রাথমিক গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, সমাপনী পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হয় সেটা বছর দেওয়া সম্ভব হবে না।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এরমধ্যে ৩৩ হাজার জনকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পায়।  আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হলেও ২০১০ সালে সমাপনী পরীক্ষা চালুর পর পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক মেধাবৃত্তি চালু করা হয়।

 সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তি দিয়ে আসছে। প্রাক-প্রাথমিক শ্রেণির একজন শিক্ষার্থীকে মাসে ৭৫ টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাসে ১৫০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।

আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি খোলা হয়েছে সেসব বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাসে ২০০ টাকা করে উপবৃত্তি দেয় সরকার। শিক্ষার্থী ঝরে পড়া রোধ, স্কুলে আগ্রহী করে তোলা এবং দরিদ্র শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বৃত্তি এবং উপবৃত্তি চালু করে সরকার। Primary Schoarlaship stipend source: educationsinbd.com

Like, comment and Share......................................................

1 comment

Anonymous said...

Good morning please see the attached file