নতুন নিয়মে বদলি শুরু হতে যাচ্ছে শিগগিরই একই উপজেলায়/In the new rules, transfer is going to start soon in the same upazila
নতুন নিয়মে বদলি শুরু হতে যাচ্ছে শিগগিরই একই উপজেলায়/In the new rules, the transfer is going to start soon in the same upazila
অনলাইন বদলীর সফটওয়্যারের যেসকল বিষয়ে পরিবর্তন আনা হয়েছে-
১। পূর্বে ৫ কি:মি: দুরত্বের কম হলে আবেদন করতে পারত না, এখন করা যাবে।
২। একই উপজেলায় বদলির ক্ষেত্রে স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি উল্লেখ থাকবে না।
৩। একই উপজেলায় বদলির ক্ষেত্রে দুরত্ব, জেন্ডার, যোগদানের তারিখ ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে ও সে অনুযায়ী নম্বর বিভাজন হবে।
৪। নিয়োগপত্রের স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের দুরত্ব হিসাব করতে হবে।
৫। স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ে যাওয়ার দুরত্ব দিতে হবে। আসার সহ দিলে হবে না।
৬। পরিবারের স্বামী,সন্তান পঙ্গু থাকলে সমাজসেবা কর্তৃক প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
৭। আবেদনপত্রে স্বাক্ষর না থাকলেও সমস্যা হবেনা।
৮। বিধবা বা তালাকপ্রাপ্তা হলে মৃত্যু সনদ বা তালাকনামা দাখিল করতে হবে।
৯। একই উপজেলায় বদলির ক্ষেত্রে চাকুরীর ২ বছর না হলেও আবেদন করা যাবে।
১০। মাতৃত্ব ছুটি/ডিপিএড/বিএড/এমএড বা দীর্ঘকালীন ছুটিতে থাকলে বদলির আবেদন করা যাবে না। তবে ডাক্তারি ফিটনেস সার্টিফিকেট দেখাতে পারলে আবেদন করা যাবে।
১১। দুরত্ব প্রমাণের ক্ষেত্রে গুগুল ম্যাপ সংযুক্ত থাকবে সফটওয়্যারে। দুরত্ব বেশি দিলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।
১২। প্রধান শিক্ষক, এইউইও, টিও স্যারদের আবেদন ফেরত দেয়ায় সুযোগ থাকবে না। বাতিল ও করতে পারবে না। বাতিল করলেও ডিপিইও স্যার ইচ্ছে করলে বাতিলকৃত শিক্ষকের আবেদন যথাযথ হলে বদলি করতে পারবেন।
১৩ । প্রধান শিক্ষক, এইউইও, টিও স্যার আবেদন অগ্রায়ন না করলে সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে কারণ দর্শানোর নোটিশ চলে আসবে।
Post a Comment