আমেরিকার লিকে ফাউন্ডেশনের বৃত্তি, অনুদান ৩ থেকে ৩০ হাজার ডলার/Leeke Foundation of America Scholarship, grant 3 to 30 thousand rupees
আমেরিকার লিকে ফাউন্ডেশনের বৃত্তি, অনুদান ৩ থেকে ৩০ হাজার ডলার/Leeke Foundation of America Scholarship, grant 3 to 30 thousand rupees
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে দ্য লিকে ফাউন্ডেশন। প্রতিবছর লিকে ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামের অধীনে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বা গবেষণাপ্রতিষ্ঠানে পিএইচডি কিংবা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ পান। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
বৃত্তির পরিমাণ
এ প্রোগ্রামে পড়াশোনার সব খরচ বহন করে দ্য লিকে ফাউন্ডেশন। পিএইচডি শিক্ষার্থীদের ৩ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। এ প্রোগ্রামের অর্থায়ন সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। এ ছাড়া সিনিয়র বা জ্যেষ্ঠ বিজ্ঞানী ও পোস্ট ডক্টরাল গবেষকদের অনুদান দেওয়া হয় সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার।
আবেদনের সময়সীমা
লিকে ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামের আবেদন শেষ হবে চলতি বছরের ১৫ জুলাই।
আবেদনের প্রক্রিয়া
বৃত্তি–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
source:prothomalo.com
Post a Comment