Header Ads

প্রিপেইড মিটারের সকল শটকার্ট, সবার জানা দরকার

 


যাদের বাসা বাড়িতে প্রিপেইড মিটার রয়েছে, তাদের জন্য সুখবর, মিটার কন্ট্রোল বা ব্যবহার করতে যে সকল সমস্যা হয়, মিটার ব্যবহারের সকল শটকার্ট তুলে ধরা হল, শুধু আপনাদের জন্য। 

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।


801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।


802: বর্তমান তারিখ দেখা।


803: বর্তমান সময় দেখা।


804 : মিটারের সিরিয়াল নাম্বার।


806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ


807 : মিটারের অবস্থা দেখা।


808 : বর্তমান সংযুক্ত লোড


809 : ট্যারিপের সূচক দেখা।


810 : ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ


811:  ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে


812 : সংকেত (Alarm) বন্ধ করা.


813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার


814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান


815 : সর্বশেষ রিচার্জের তারিখ


816 : সর্বশেষ রিচার্জের সময়


817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ


819 : বিদ্যুত বন্ধের সময়

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

No comments