Header Ads

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে সম্পন্ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী/Recruitment of 10,000 teachers in government primary schools will be completed by June: Minister of State for Public Education Rumana Ali

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে সম্পন্ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী/Recruitment of 10,000 teachers in government primary schools will be completed by June: Minister of State for Public Education Rumana Ali

 

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে সম্পন্ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
আগামী জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। কুমিল্লায় গতকাল শুক্রবার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। রুমানা আলী জানান, তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।
সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা ২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হন, সে জন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর খান, উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম প্রমুখ।সূত্রঃপ্রথমআলো

No comments