Header Ads

উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় আবার বাড়ল/All stipend accounts are increased again during conversion to Nagad

উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় আবার বাড়ল/All stipend accounts are increased again during conversion to Nagad

 

 উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় আবার বাড়ল/All stipend accounts are increased again during conversion to Nagad
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সব অনলাইন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘নগদ’-এ রূপান্তর করার সময় আবার বাড়ানো হয়েছে। রূপান্তরের শেষ সময় আগামী ৮ জুন। আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া হালনাগাদ করা তথ্য অনুমোদনের সময়সীমা ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


উপবৃত্তি কর্মসূচির চিঠিতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত, উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অনলাইন ব্যাংক (এজেন্ট ব্যাংকিংসহ) এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (বিকাশ, রকেট, উপায়, শিওরক্যাশ ও এম ক্যাশ) প্রতিষ্ঠানের সব উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপি-এমআইপি সফটওয়্যারে নগদ-এ রূপান্তর করার সময় ৯ মে পর্যন্ত নির্ধারিত ছিল। সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা প্রথমে ১২ মে পর্যন্ত বাড়ানো হয়। এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারে অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ছিল ১৪ মে পর্যন্ত।

এখন সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা ৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারে অন্তর্ভুক্ত ‘নগদ’ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।সূত্রঃপ্রথমআলো

No comments