সরকারি প্রাথমিক বিদ্যালয়ের " সামাজিক নিরীক্ষা কমিটি" (SAC) গঠন প্রক্রিয়া ও কার্যপরিধিতে যা যা আছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের " সামাজিক নিরীক্ষা কমিটি" (SAC) গঠন প্রক্রিয়া ও কার্যপরিধিতে যা যা আছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত স্লিপ গাইডলাইন, ২০১৯-এর ১৬.১ নং ক্রমিকে সামাজিক নিরীক্ষা কমিটির (SAC) গঠন প্রক্রিয়া ও এর কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। উক্ত ক্রমিকে বলা হয়েছে- স্লিপ কার্যক্রমের বাস্তবায়ন নিরীক্ষা ও মূল্যায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি থাকবে এবং
এ কমিটি সামাজিক নিরীক্ষা কমিটি বা Social Audit Committee (SAC) নামে পরিচিত হবে।
১৬.১ SAC কমিটির গঠন:
প্রধান শিক্ষকের উদ্যোগে পিটিএ-এর সভায় নিচের পাঁচ সদস্যের একটি সামাজিক নিরীক্ষা কমিটি গঠিত হবে:
১. পিটিএ সভাপতি -- সভাপতি (১ জন)
২. পিটিএ সভাপতি মনোনীত তিনজন পিটিএ সদস্য (নূন্যতম একজন মহিলা) - সদস্য (৩ জন)
৩. প্রধান শিক্ষক মনোনীত একজন সহকারী শিক্ষক (এসএমসির সদস্য শিক্ষক ব্যতীত) -- সদস্য সচিব (১ জন)
SAC কমিটির কার্যপরিধি
সামাজিক নিরীক্ষা কমিটি এসএমসি কর্তৃক বাস্তবায়িত স্লিপ কার্যক্রম নিরীক্ষা ও মূল্যায়ন করবে। নিরীক্ষাকালে নিচের বিষয়গুলো যাচাই করে নির্ধারিত ছকে তিন কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে-
১। পরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যাদি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না।
২। পরিকল্পনায় অন্তর্ভুক্ত নির্ধারিত খাতে অর্থ ব্যয় হয়েছে কি না।
৩। অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার যথাযথ আছে কি না।
৪। অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার বাজারদর অনুযায়ী আছে কি না।
৫। SAC কমিটির সদস্যসচিব এক কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট, এক কপি বিদ্যালয়ে সংরক্ষণের জন্য প্রধান শিক্ষকের নিকট এবং এক কপি ঝঅঈ কমিটির সভাপতির নিকট প্রদান করবেন।
৬। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী থানা শিক্ষা অফিসার তার কপি মন্তব্য সহকারে উপজেলা শিক্ষা অফিসারের নিকট উপস্থাপন
Post a Comment