Header Ads

দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান কত হওয়া ভালো/What is the best age gap between two children?

 

দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান কত হওয়া ভালো/What is the best age gap between two children?

দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান কত হওয়া ভালো/What is the best age gap between two children?

পিঠাপিঠি ভাইবোনের বোঝাপড়া নাকি দারুণ হয়। বেড়ে ওঠার পথটা একসঙ্গে চলতে গিয়ে একে অন্যের পরিপূরক হয়ে ওঠে তারা। এ তো মুদ্রার একটা পিঠ। মুদ্রার অন্য পিঠ অর্থাৎ অভিভাবকেরা কীভাবে সামলাবেন কাছাকাছি বয়সের দুই সন্তানের লালনপালনের ঝক্কি।

আধুনিক জীবনের একক পরিবারের জীবনধারায় একই সঙ্গে দুটি ছোট শিশুকে বড় করে তুলতে গিয়ে মুশকিলে পড়তে পারেন অভিভাবকেরা। মায়ের ওপর পড়তে পারে বাড়তি চাপ। সবদিক বিবেচনায় দ্বিতীয় সন্তান ধারণের সঠিক সময় আসলে কোনটি? বিশেষজ্ঞরা কী বলছেন?
একটি সন্তানের জন্মের ন্যূনতম দুই বছর ব্যবধানে পরের সন্তান নেওয়া উচিত। মায়ের শারীরিক সুস্থতা ও শিশুর বেড়ে ওঠার পথে তার সার্বিক যত্ন নিশ্চিত করতে এই দুই বছর ব্যবধান রাখা আবশ্যক।

একটি শিশুর দুই বছর বয়স অবধি মায়ের দুধ প্রয়োজন। এই সময়টুকু পেরোনোর আগেই যদি মা পুনরায় গর্ভধারণ করেন, তাহলে শিশুটি এই পুষ্টি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে। তাই পরবর্তী সন্তান নেওয়ার জন্য অন্তত দুই থেকে পাঁচ বছর সময় নেওয়া উচিত।

এমনটাই বলছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ডা. ফারজানা রশীদ।সূত্রঃপ্রথমআলো

No comments