আইইএলটিএস পরীক্ষায় নতুন নিয়ম যেভাবে কার্যকর/How the new rules work in the IELTS exam
আইইএলটিএস পরীক্ষায় নতুন নিয়ম যেভাবে কার্যকর/How the new rules work in the IELTS exam
ইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণের পদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস পরীক্ষায় বাংলাদেশে এখন থেকে পেনসিলের পরিবর্তে কলম ব্যবহার করতে হচ্ছে পরীক্ষার্থীদের। ২৫ জানুয়ারি থেকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। একাডেমিক ও জেনারেল আইইএলটিএস, দুই ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য।
আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু এখন থেকে নতুন নিয়মের ফলে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষায় বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।
পরীক্ষায় কলমের ব্যবহার নিয়ে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগে থেকে পেনসিল ব্যবহারের কারণে কলমের ব্যবহার নিয়ে অনেকে ভয়ে ছিলেন। আবার অনেকে বলেছেন, কলমের কারণে তাঁরা রাইটিং অংশে দ্রুত লিখতে পেরেছেন। হাফিজুর রহমান নামের এক পরীক্ষার্থী বলেন, ‘কলমের ব্যবহারের সুবিধা হলো, দ্রুত লেখা যায়। কিন্তু রাবার দিয়ে মুছে ফেলার সুযোগ না থাকায় আমি একটি ভুল উত্তর কেটে নতুন করে লিখতে গিয়ে জায়গার সমস্যায় পড়েছিলাম।’
আইইএলটিএসের শিক্ষক ও পেট্রোনাস এডুকেশনের পরিচালক মোস্তাকিম শুভ প্রথম আলোকে বলেন, কলম দিয়ে প্রথমবার আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রার্থীদের মনে যে ভয়টা ছিল, বাস্তবে তাঁদের তেমন সমস্যা হয়নি। কিন্তু পরীক্ষার্থীদের লিসেনিং ও রিডিংয়ের উত্তর ট্রান্সফার করার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়েছে। আগে যেমন পেনসিল দিয়ে লেখার ফলে রাবার দিয়ে মুছে ফেলার সুযোগ ছিল, এখন সে সুযোগ না থাকায় বেশি সতর্ক থাকতে হয়েছে, যেন ভুল না হয়। তবে দু–একজন ভুল উত্তর দিয়ে সেটা কেটে নতুন করে লেখার জন্য বেশি জায়গা পাননি।
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী প্রথম আলোকে বলেন, ২৫ জানুয়ারি সারা দেশে কলম দিয়ে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটাই ছিল প্রথম আইইএলটিএস টেস্ট সেশন, যেখানে কলম ব্যবহার করা হয়। অনেকের অনেক মতামত, বৈচিত্র্যময় ভয় ও বাধা ছিল। সব বিভ্রান্তি বা ভয় কাটিয়ে পরীক্ষাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কলমের ধরন সম্পর্কে মানুষের বিভিন্ন মতামত রয়েছে, এটা থাকা খুবই স্বাভাবিক। কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যায় পড়েননি। পরীক্ষায় আর পেনসিল ব্যবহার হবে না। এখন থেকে কলমই ব্যবহার করা হবে। পরীক্ষাকেন্দ্রে কলম সরবরাহ করা হবে।
ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম প্রথম আলোকে বলেন, ‘বাজারে বিভিন্ন ধরনের কলম পাওয়া যায়। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা তাঁদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত দুই ধরনের কলম সরবরাহ করেছি—বলপয়েন্ট ও জেল। এ ছাড়া কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য পর্যাপ্ত ব্যাকআপের ব্যবস্থা ছিল, তবে কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে সব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের প্রতি আমাদের পরামর্শ হলো, প্রস্তুতির সময় বাজারের সাধারণ কলমগুলো ব্যবহার করা।’প্রথম আলো
Post a Comment