পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে/How to download online version of textbook
পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে/How to download online version of textbook.
নতুন শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে বইয়ের পিডিএফ কপি পাওয়া যাচ্ছে। পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করার ৫টি ধাপ বর্ণনা করে নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ধাপগুলো অনুসরণ করে পূর্ণাঙ্গ বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে শিক্ষার্থীরা পড়তে পারবে। এনসিটিবির ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে,
প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে বলা হয়েছে;
দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে বলা হয়েছে;
তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর–এ ক্লিক করতে বলা হয়েছে;
চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করুন বলা হয়েছে;
পঞ্চম ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ভাউনলোড লেখাতে ক্লিক করতে বলা হয়েছে।
Post a Comment