Header Ads

বিশ্বসেরা বক্তা/উপস্থাপক হওয়ার ৫টি কৌশল/5 tips to be a world famous public speaker

Bangabandhu-geniusmanik.com

বিশ্বসেরা বক্তা/উপস্থাপক হওয়ার ৫টি কৌশল

আসলে বক্তব্য কী? বক্তব্য হল এক ধরনের যোগাযোগ যা বক্তা ও শ্রুতা-দর্শকদের মাঝে বিনিময়ের মাধ্যমে ঘটে। যদি সেটা একজনের সামনে অথবা হাজার জনের সামনে হয়। উদাহরণ স্বরুপ বলা যায়, মহানবী (স:)এর ভাষণ, আব্রাহাম লিঙ্কনের ভাষণ, মার্টিন লুথার কিং এর ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ ইত্যাদি। নিম্নে চমৎকার উপস্থাপনা/বক্তব্য দেওয়ার ৫টি টিপস আলোচনা করা হল-

(০১) সুন্দর সূচনা বক্তব্যঃ

      ***গল্প বলে বলে বক্তব্য শুরু করতে পারেন।
      *** প্রশ্ন করে করে বক্তব্য শুরু করতে পারেন।
      *** প্রাশঙ্গিক কোন বিষয় বলে বলে বক্তব্য শুরু করতে পারেন।
      *** তারপর সালাম/অভিবাদন দিয়ে মূল বক্তব্য শুরু করা যেতে পারে।

(০২) শারীরিক অঙ্গভঙ্গি আত্মবিশ্বাসঃ

      ***  সবসময় মুচকি হাসিতে কথা বলতে হবে।
      ***  তবে দুঃখের কথা বলার সময় দুঃখের ভাব প্রকাশ করতে হবে।
      ***  সারাক্ষণ মূর্তির মতো দাড়িয়ে থাকা যাবেনা।
      ***  আবার বেশি নড়াচড়াও করা যাবে না।
      ***  দর্শকদের দিকে তাকিয়ে ঘুরে ফিরে বক্তব্য দিতে হবে।
      *** কখনও শারীরিক দুর্বলতা প্রকাশ করা, সাহস ও আত্মবিশ্বাস হারানো যাবেনা।

(০৩) তথ্য নির্ভরতাঃ

      ***  বক্তব্য তথ্য নির্ভর হতে হবে।
      *** পূর্বে থেকে প্রস্তুতি নেওয়া ও বেশি করে ঐ বিষয়ে জানা
      *** সাল, তারিখ, জায়গা ইত্যাদির তথ্য সঠিক হতে হবে।
      *** বেশি বেশি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে।
      ***  নিজের আইডিয়া/ধারনাও উপস্থাপনে কাজে লাগাতে হবে।

(০৪) কথা বলার ধরন সঠিক শব্দ বাছাইকরণঃ

      ***  বক্তব্য অতিদ্রুত ও অতিআস্তে বলা যাবে না।
      ***  শ্রুতা-দর্শকরা বুঝতে পারছে কিনা তা দিকে নজর দিতে হবে।
      ***  পুরুষের ক্ষেত্রে পুরুষের শব্দ, মহিলার ক্ষেত্রে মহিলার শব্দ ও বস্তুর ক্ষেত্রে বস্তুর গুনাবলীর শব্দ ব্যবহার করতে হবে।
      ***  সঠিক প্রবাদ বাক্য সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে।

(০৫) চমৎকার যবনিকাঃ

      ***  শেষ ভালো যার সব ভালো তার, শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক শক্তি ধরে রাখতে হবে।
      ***  সবশেষে সংক্ষেপে বক্তবের মূল বিষয় বলে দিতে হবে।
      ***  শেষে শ্রুতা-দর্শকদের প্রশ্ন করতে বলতে হবে।
      ***  যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে মন দিয়ে শুনতে হবে।
      ***  প্রশ্ন শোনা শেষে, প্রশ্নের উত্তর সবার উদ্দেশ্যে বলতে হবে।
      ***  সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করতে হবে।
  
     এভাবে প্র্যাকটিস করতে থাকুন, একদিন আপনি বিশ্বসেরা বক্তা/উপস্থাপক হবেন, এই আশাই আজকের   মতো বিদায়। ধন্যবাদ

   Read more.....................   



    Please share this………..


No comments