Header Ads

ছাত্রদের নিয়ে অসাধারণ একটি কবিতা( Best poem about a student in Bangla)

student-geniusmanik.blogspot.com

 কেমন ছাত্র!

মো: মনোয়ারুল হাসান মানিক


. 


তুমি কেমন ছাত্র?
লেখনা কোন পত্র।
ভালো নেই গাত্র,
নেই কোন মিত্র। 
সারাক্ষণ কর যুদ্ধ,
সবাই থাকে ক্ষুদ্ধ।
নেই কোন ভালোকথা,
পড়ালেখা নেই মাথাব্যথা।

.

তুমি কেমন ছাত্র?
দুষ্টামিতে মূর্ত।
ফাকি দেয়ায় ধূর্ত,
সৎ অন্তর হচ্ছে মৃত।
তুমি স্কুলে যাওনা,
কাজে মন দেওনা।
সারাক্ষণ খেলাধূলা,
গায়ে কত ময়লা।

.

তুমি কেমন ছাত্র?
পারনা কোন সূত্র।
নেই কোন নিয়মনীতি,
চলাফেরায় পশুররীতি।
ঠিক নাই মতিগতি,
বাদ দাও সব মন্দরীতি।
যাদের পড়ালেখা হয়,
তারাই ভাল ছাত্র হয়।

.

তুমি কেমন ছাত্র?
বাবার অবাদ্য পুত্র।
বাবার কথা শুননা,
মাকে মান্য করনা।
কেমন তুমি ছেলে,
নষ্ট হয়ে গেলে?
ভালো হতে চাওনা?

দুষ্টামি ছাড়বে না?

.

তুমি কেমন ছাত্র?
খারাপ তোমার নেত্র,
ভালো কাজ দেখ না?
কুকাজ ছাড়া বুঝ না?
সবারি আছে সৎ লক্ষ্য,
চিন্তা করে অনেক সূক্ষ্ম।
সবাই ভালো হতে চায়,
তুমি কর শুধু হায় হায়।

.

তুমি কেমন ছাত্র?
হবে কি ভাল ছাত্র?
স্কুলে সবার সেরা,
হবে গর্বে বুক ভরা।
সবাই হবে খুশী,
দোয়া করবে বেশী।
ভালো হও মা-বাবার জন্য,
জীবন গড়ে নিজে হও ধন্য।

No comments