Header Ads

স্যাটেলাইট কী জাদুর কাঠি নাকি অন্যকিছু ? ও মহাকাশে যত ধরনের জাদুর কাঠি (Satellite is a magical stick or other thing and so many Satellites/ magical sticks in space


Satellite-geniusmanik.com


*স্যাটেলাইট: স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহ যা যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস ও গবেষণা ছাড়াও পৃথিবীর বাইরের নানা তথ্য-উপাত্ত জানতে মহাকাশে পাঠানো হয়। সৌরজগতের অন্যান্য গ্রহের মতোই এসব উপগ্রহ ঘূর্র্ণায়মান এবং গতিশীল। প্রত্যেকটি উপগ্রহ নির্দিষ্ট গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে।

*স্যাটেলাইটের প্রকার ধরন: স্যাটেলাইট প্রধানত দুই প্রকার। এক্. জিওস্টেশনারি স্যাটেলাইট  দুই. পোলার স্যাটেলাইট।
এছাড়াও কাজের ধরন ও আকারের ভিত্তিতে কয়েক ধরনের স্যাটেলাইট রয়েছে। যেমন- অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইট, যোগাযোগ স্যাটেলাইট, পৃথিবী পর্যবেক্ষক স্যাটেলাইট, নেভিগেশন স্যাটেলাইট, আবহাওয়া স্যাটেলাইট, ছদ্মবেশী স্যাটেলাইট, মিনিয়েচারা্ইজড স্যাটেলাইট ইত্যাদি।

*জিওস্টেশনারি স্যাটেলাইট: এই স্যাটেলাইট পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর সাথে সাথে পরিভ্রমণ করে। জিওস্টেশনারি স্যাটেলাইট মূলত যোগাযোগের কাজে ব্যবহার করা যায়।

*পোলার স্যাটেলাইট: এই স্যাটেলাইট উত্তর থেকে পশ্চিম দিকে পরিভ্রমণ করে। পোলার স্যাটেলাইট সাধারণত ছবি তোলার কাজে ব্যবহৃত হয়।

*ওজন আকার: নানা আকার ও ওজনের কৃত্রিম উপগ্রহ রয়েছে।
ভারত মহাকাশে সবচেয়ে কম ওজনের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়েছে। যার ওজন ৬৪ গ্রাম।
বাংলাদেশ ৪ জুন ২০১৭ “ব্র্যাক অন্বেষা” নামে একটি ১ কেজি ওজনের কৃত্রি্ম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়েছে্ন। এগুলোকে ‌ক্ষুদে (ন্যানো) স্যাটেলাইট বলা হয়।

বিশ্বে প্রথম উৎক্ষেপণ করা কয়েকটি স্যাটেলাইট:

মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে কৃতিত্ব লাভ করেন বতর্মান রাশিয়া। ৪ অক্টোবর ১৯৫৭ স্পুটনিক-১ (Sputnik-1) নামের একটি যান মহাকাশে পাঠানো হয়। যার ওজন ছিল মাত্র ৮৩৮.৬ কেজি। এটি বতর্মান কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

১. রাশিয়া পাঠায় ৪ অক্টোবর ১৯৫৭ Sputnik-1 (স্পুটনিক-১) যা ইউরোপ তথা বিশ্বে প্রথম।
২. যুক্তরাষ্ট্র্র পাঠায় ১ ফেব্রুয়ারি ১৯৫৮ Explorer-1 যা উত্তর আমেরিকায় প্রথম।
৩. যুক্তরাজ্য পাঠায় ২৬ এপ্রিল ১৯৬২ Ariel-1 যা তার দেশে প্রথম।
৪. ফান্স পাঠায় ২৬ নভেম্বর ১৯৬৫ Asterix যা তাদের জন্য প্রথম।
৫. অস্ট্রেলিয়া পাঠায় ২৯ নভেম্বর ১৯৬৭ WRESAT ওশেনিয়ায় এটি প্রথম।
৬. জাপান পাঠায় ১১ ফেব্রুয়ারি ১৯৭০ Ohsuni যা এশিয়ায় প্রথম।
৭. চীন পাঠায় ২৪ এপ্রিল ১৯৭০ Dong Fang Hang-1 যা এশিয়ায় দ্বিতীয়।
৮. ভারত পাঠায় ১৯ এপ্রিল ১৯৭৫ Aryabhata সার্কভুক্ত দেশের মধ্যে প্রথম।
৯. ইন্দোনেশিয়া পাঠায় ৮ জুলাই ১৯৭৫ Palapa A1 যা মুসলিম বিশ্বে প্রথম।
১০. ব্রাজিল পাঠায় ৮ ফেব্রুয়ারি ১৯৭৬ Brasilsat-A1 যা দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম।
১১. পাকিস্তান পাঠায় ১৬ জুলাই ১৯৯০ Badr-1
১২. মিশর পাঠায় ২৮ এপ্রিল ১৯৯৮ Nilesat 101 যা আফ্রিকা মহাদেশের প্রথম।
১৩. শ্রীলংকা পাঠায় ২৭ নভেম্বর ২০১২ ChinaSat 12
১৪. বাংলাদেশ পাঠায় ১১ মে ২০১৮ Bangabandu-1

*** নাসা এর তথ্য মতে, ছোট-বড় নানা থরনের অবজেক্ট (রকেট, স্যাটেলাইট, নভোচারীদের ব্যবহারকৃত) পাঠানো হয় ৮১৩০ টি ১৩ মে ২০১৮ পযর্ন্ত ।
*** জাতিসংঘ এর নিবন্ধিত অবজেক্টের সংখ্যা ৭৩২৮ টি।
*** এসব অবজেক্টের মধ্যে কক্ষপধে কৃত্রিম উপগ্রহের সংখ্যা ৪৮১১ টি।
*** এ ধরনের অবজেক্ট মহাকাশ, সমুদ্রসহ বিশ্বে ৩১ টি স্থান থেকে উৎক্ষেপণ করা হয়।
*** এ পযর্ন্ত বিশ্বে দেশ ও সংস্থা মিলে (৭৯ টি) মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে দেশ সংখ্যা ৫৭ টি।
**** n2y.com মতে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এ তালিকায় মহাকাশে ৪৭৩৯ তম স্যাটেলাইট হিসেবে যুক্ত হলো।
** n2y.com মতে, বতর্মানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ১৭৩৮ টি।
** windowstouniverse.org-মতে, বতর্মানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২২৭১ টি।


 

Please share this………..                                             


No comments