বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে টিপস(Tips for educational qualifications, books and coaching to apply for BCS Preliminary Examination)
BCS Preli-geniusmanik.com |
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে টিপস
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয়
শ্রেণী বা সমমান এবং ১ টি তৃতীয় শ্রেণী বা সমমান এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।
আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ দের পয়েন্ট কিভাবে হিসেব করা
হবে?
Ssc এবং Hsc এর ক্ষেত্রেঃ
জিপিএ বা সিজিপিএ ৩ বা তদুর্ধ্ব =প্রথম শেণী
জিপিএ বা সিজিপিএ ২ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ১ থেকে ২ এর কম=তৃতীয় শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ২ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ১ থেকে ২ এর কম=তৃতীয় শ্রেণী
অনার্সের ক্ষেত্রেঃ
জিপিএ বা সিজিপিএ ৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শেণী
জিপিএ বা সিজিপিএ ২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
জিপিএ বা সিজিপিএ ১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শেণী
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে বইগুলো কিনবেনঃ
১. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3
২. ইংরেজীঃ Emglish for compitative exam ও সাহিত্যের জন্য ওরাকল/mp3
ইংলিশ রিভিও
৩. গণিতঃ যদি কম বোঝেন তাহলে ওরাকল আর ভাল বুঝলে প্রফেসরস বিসিএস
স্পেসাল।
৪. বিজ্ঞানঃ mp3
৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ easy computer
৬. অন্য বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীর বই কিনতে পারেন।
***সাথে কিনতে পারেনঃ
১. লাল নীল দীপাবলি
২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি
৩. সংখ্যাতত্ত্ব
৪. ছোটদের সংবিধান
৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা
৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার
৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য়
৮. প্রফেসরস জব সল্যুশনস
৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স
১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট
২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি
৩. সংখ্যাতত্ত্ব
৪. ছোটদের সংবিধান
৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা
৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার
৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য়
৮. প্রফেসরস জব সল্যুশনস
৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স
১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট
কোচিং করবেন নাকি করবেন না?
***যদি
নিজ দায়িত্ব নিয়ে সিলেবাস ভাগ করে রুটিন করে পড়তে পারেন তবে কোচিং করার প্রয়োজন
নেই।
***তবে
সেটা না পারলে করতে পারেন। বরং করলে ভালো হবে।
***সা্ইফুর’স,
কনফিডেন্স, ওরাকল অথবা যেকোন কোচিং যেটা আপনার ভাল মনে হয়।
Read more........
কিভাবে কর্ম জীবনের শুরু!
মনোযোগী হওয়ার সহজ পাঁচটি কৌশল!
জীবনে সাফল্য অর্জনের কার্যকরী ১০টি উপায়
বিসিএস লিখিত পরীক্ষার শেষ মুহূর্তে যা যা করবেন (মাত্র ২২টি টিপস)/
বিসিএস বা যেকোন লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য ১০ টি টিপস
Please Share
This…………….
Post a Comment